Grab4Learn v2.1 is now available on Android
Min: android 4.4+ | Max: android 11
Download

পানির নিচে খোলা চোখে ঝাপসা দেখায় কেন | Why we see fuzzy under water

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link
Congrats! Link has Generated
পানির নিচে খোলা চোখে ঝাপসা দেখায় কেন

পানির নিচে খোলা চোখে ঝাপসা দেখায় কেন?

পানিতে ডুব দিয়ে চোখ খুলে রাখা বেশ কষ্টসাধ্য এবং সবকিছু ঝাপসা দেখায় তাই না?

সাধারনত পুকুর কিংবা নদীর পানি থেকে সুইমিংপুলের পানি মোটামুটি পরিষ্কার। কেউ সেখানে ডুব সাঁতার কাটলে পাড়ে দাঁড়িয়ে থেকে পানির নিচে তাকে দেখতে পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি পানির ভেতরে ডুব দিয়ে যদি চোখ খুলে দেখার চেষ্টা করেন তবে আবছা কিছু ছায়া ব্যতীত আর কিছুই দেখতে পারবেন না। তার মানে হলো আমাদের চোখ পানির ওপর থেকে পানির ভেতরের জিনিস দেখতে পেলেও পানির ভেতরে থেকে সেসব দেখতে পায় না। এর মূল কারন পানি এবং চোখের লেন্সের প্রতিসরাঙ্ক প্রায় সমান।

আরো পডুনঃ ইতিবাচক থাকুন ৯ টি উপায়ে

কেন পানির নিচে ঝাপসা দেখায়?

আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে (হালকা বা ঘন) প্রবেশ করে তখন আলোকরশ্মির বেঁকে যাওয়াকে প্রতিসরণ বলে। এ সময় আপতন বিন্দুতে অভিলম্বের সাথে সৃষ্ট আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইন- এর অনুপাত ওই দুই মাধ্যমের জন্য একটি ধ্রুব রাশি।যখন আলো শূন্য মাধ্যম থেকে অন্য কোন মাধ্যমে প্রবেশ করে তখন এই ধ্রুব রাশিকে বলা হয় আলোর প্রতিসরাঙ্ক। 

মানুষের চোখ যেভাবে দেখে-

চোখের কর্নিয়া ও তার তরল অংশের প্রতিসরাঙ্ক ১.৩৪ এবং চোখের লেন্সের প্রতিসরাঙ্ক ১.৪৩। কোনো বস্তু হতে আলোকরশ্মি চোখের কর্নিয়া, তরল অংশ ও লেন্সে প্রতিসরিত হয় এবং পেছনের রেটিনায় কেন্দ্রীভূত হয় (যেহেতু চোখের লেন্স উত্তল)। মস্তিষ্কের অপটিক স্নায়ুতে এই সংকেত যখন পৌঁছায় তখন আমরা ওই বস্তু দেখতে পাই। 

পানিতে আমরা যেভাবে দেখি-

পানির ভেতরে থেকে দেখতে গেলে আমাদের স্বাভাবিকভাবে দেখার প্রক্রিয়া ব্যাহত হয়। কারণ, পানির প্রতিসরাঙ্কও ১.৩৪ যা আমাদের চোখের লেন্সের প্রতিসরাঙ্কের কাছাকাছি। যার কারনে পানির ভেতর থেকে আসা আলোকরশ্মি চোখে প্রতিসরিত হয় না। এজন্য এর ফোকাস দূরত্ব বেড়ে গিয়ে রেটিনার পেছনে ফোকাসিত হয়। ফলে কোনো বস্তুকে ঝাপসা দেখায় এবং স্পষ্ট দেখা যায় না। 

কিন্তু মাছ পানির ভেতরে দেখতে পায়, কারণ তাদের চোখের লেন্সের প্রতিসরাঙ্ক খুব বেশি।

তবে ডুবুরিরাও কিন্তু পানির নিচে দেখতে পায়। কারন তারা এইজন্য বিশেষ ধরনের মুখোশ কিংবা চশমা ব্যবহার করেন। এর ফলে চোখ ও পানির মধ্যে ফাঁকা অংশের সৃষ্টি হয়। এক্ষেত্রে পানির মধ্য থেকে আলোকরশ্মি প্রথমে চশমার ভেতর থাকা শূন্যস্থানে (বাতাসে) এবং পরে চোখের লেন্সের মধ্য দিয়ে যায় এবং তখন মোটামুটি দেখা যায়।

আরো পডুনঃ মহাশূন্যে বন্দুকের গুলি ছুঁড়লে কি ঘটবে

8 comments

  1. খুব সুন্দর লিখেছেন। মাঝে মাঝে আমিও ট্রাই করি পানির নিচে চোখ খুলে ঘোলাটে দেখার ব্যাপারটা ��
    1. বিজ্ঞানের সাথে মজা করতে কার না ভালো লাগে 😁
  2. অসাধারণ
    1. ধন্যবাদ, ম্যাম...
  3. bahh eto science bojar ki dorkar. chok ase tai deki. haha
    1. জীবনটাই বিজ্ঞানময়। সেই বিজ্ঞানের পেছনের বিজ্ঞানটকুও যদি না জানি তবে জীবনকে উপভোগ করবো কিভাবে...?
  4. Osadharon 💙
    1. ধন্যবাদ...☺️
Write you valuable comments...
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Grab4LearnIf you have any query, send us... (WhatsApp)
Hello, How can we help you?
Start chat...