Grab4Learn v2.1 is now available on Android
Min: android 4.4+ | Max: android 11
Download

পদার্থবিজ্ঞান সূত্রাবলী পিডিএফ | ৮ম-উচ্চতর শ্রেনী

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link
Congrats! Link has Generated

পদার্থবিজ্ঞান সূত্রাবলী পিডিএফ-সকল শ্রেণীর জন্য

SSC HSC Physics all formula
আসসালামু-আলাইকুম। Grab4Learn এর পক্ষ থেকে সকল ক্ষুদে পদার্থবিদদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পোষ্টে থাকছে পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয় সকল সূত্রাবলীর পিডিএফ। এই পিডিএফ টি সকল শ্রেনীর শিক্ষার্থীর জন্যই উপকারে আসবে। এতে সূত্রের পাশাপাশি বেশ কিছু শর্টকাটও রয়েছে।

পদার্থবিজ্ঞান কি?

বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তির আলোচনা করা হয় তাই পদার্থবিজ্ঞান।
পদার্থবিজ্ঞান হচ্ছে একটি প্রাকৃতিক বিজ্ঞান যা কিনা শক্তি এবং বলের পাশাপাশি স্থান ও কাল সহ আরো অনেক বিষয়ের জন্য নীতি নিয়ে আলোচনা করে। সংক্ষেপে বলতে গেলে, মহাবিশ্ব কীভাবে আচরণ করে তা বোঝার জন্য এটি হলো একটি প্রাকৃতিক অধ্যয়ন।
পদার্থবিজ্ঞানে প্রায়োগিক গণিতের (Applied Mathematics) ব্যবহার ব্যাপক পরিমানে রয়েছে।
প্রতিটি নীতি তাত্ত্বিক ভাবে প্রতিষ্ঠিত করার পর এর গাণিতিক বিশ্লেষণ কিংবা বাস্তব জীবনে প্রয়োগের জন্য গাণিতিক রূপ দেয়া হয়। এক্ষেত্রে কিছু সূত্র অবশ্যই ব্যবহার করা হয়। আমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে পড়ি কিংবা যাদের সাধারন বিজ্ঞান  বিষয়টি আছে তারা জানে এই সূত্রগুলো কত গুরুত্ব বহন করে। 

৯ম শ্রেণির ইংরেজি ২য় পত্র ব্যাচ

৯ম শ্রেনী ইংরেজী ২য় পত্র কোর্স

SSC, HSC কিংবা চাকরি পরীক্ষা, ইংরেজি গ্রামারের পরীক্ষা থাকে সবক্ষেত্রে। তাই ৩৬টিরও বেশি লেকচারসহ ১৫টি ক্লাস টেস্ট নিয়ে 10 Minute School নিয়ে এলো '৯ম শ্রেণির ইংরেজি ২য় পত্র ব্যাচ'।
৯ম শ্রেণির ইংরেজি ২য় পত্র ব্যাচে শিক্ষার্থীদের জন্য থাকছে:
  • সপ্তাহে ২টি করে Live Class
  • Doubt-Solving Teacher
  • অধ্যায়-ভিত্তিক Lecture Sheet
  • Extra Class Support
  • নিয়মিত উপস্থিতিতে শিক্ষার্থীদের জন্য Special Gift!
তাই এখনই ভর্তি হয়ে যাও নিচের লিংক থেকে এবং শিখে নাও গ্রামারের সকল কিছু!

Join Course


পদার্থবিজ্ঞান সূত্র পিডিএফ ডাউনলোড

এখানে আমি এইচএসসি লেভেলের পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রে যে সকল সূত্র ব্যবহার হতো, সেগুলোর আলাদা আলাদা সম্পূর্ণ পিডিএফ তৈরি করেছি।আসলে এই সূত্রগুলোই পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র। তাই এগুলোর ব্যবহার সবক্ষেত্রেই রয়েছে। এডভান্স লেভেলের সূত্র এখানে নেই। তাই দুশ্চিন্তার কারন নেই। দুটি পত্রই আলাদা আলাদা পিডিএফে দেয়া আছে। এগুলোর ব্যবহার ক্লাস ৮ থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। সকল শ্রেনীর শিক্ষার্থীরই এটি কাজে আসবে ইনশাআল্লাহ...

PDF

Physics basic equations

Size: 5.2MB


আশা করি এগুলো দিয়ে সকলেরই উপকার হবে। 
অনুরোধ থাকবে আমাকে সাপোর্ট করার জন্য। কমেন্টে আমাকে জানাতে পারেন কোন কোন নোটগুলো আপনাদের দরকার। 
আর অবশ্যই পোস্টগুলি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথেও। 
জ্ঞানকে নিজের মাঝে রেখে দিলে তা পূর্ণতা পায় না...
ধন্যবাদ সকলকে...


এসএসসি'২২ শেষ মুহূর্তের প্রস্তুতি (10 Minute School)

শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি নিয়ে হিমশিম খাওয়া? আর নয় চিন্তা! টেন মিনিট স্কুল নিয়ে এলো এসএসসি’২২ পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স!

কোর্সে থাকছেঃ

  • ৫ টি বিষয় ( সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন )
  • ৩৫টি লাইভ ক্লাস
  • ৩৫টি লেকচারের শিট

Join Course

আরো পড়ুনঃ 

7 comments

  1. ❤️💙💛💚💜
    1. ধন্যবাদ। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন...
  2. ধন্যবাদ ভাইয়া। বাকি চ্যাপ্টারগুলোর নোট দিলেও ভালো হতো।
    1. ইনশাআল্লাহ, পেয়ে যাবেন।
  3. ভাইয়া দশম শ্রেণির প্রয়োজনীয় সূত্র গুলো আলাদা ভাবে দিলে হবে
    1. ঠিক আছে। অধ্যায়ভিত্তিক সূত্রগুলো দিয়ে দেবো।
  4. So much appreciating job 😊
    Thank you dear. Keep going...
Write you valuable comments...
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Grab4LearnIf you have any query, send us... (WhatsApp)
Hello, How can we help you?
Start chat...