আপনার উপর সাইকোলজি টেস্ট করা হলে আপনার আচরন কেমন হবে? মানসিকভাবে আপনি কি বাচ্চা প্রকৃতির? নাকি বয়সের তুলনায় আপনি একটু বেশি রকমের ম্যাচিউর? এই সব প্রশ্নের উত্তর মিলবে এখন।
হিউম্যান সাইকোলজি কি?
হিউম্যান সাইকোলজি টেস্ট কি?
এই প্রবন্ধে আপনি জানতে পারবেন আপনার মানসিক বয়স কত এবং মানসিকভাবে আপনি কেমন প্রকৃতির। অর্থাৎ এখানে আপনার উপর সাইকোলজি টেস্ট করা হবে। ভয় পাওয়ার কারন নেই! খুবই সিম্পল।
নিচে ১০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য ৪টি করে অপশন থাকবে। প্রতিটি প্রশ্নের পাশে নম্বর দেয়া আছে। আপনার বাছাইকৃত উত্তরের জন্য নির্ধারিত নম্বর পেয়ে যাবেন। সব প্রশ্নের উত্তর ভেবে-চিন্তে সঠিকভাবে বাছাই করবেন। সব শেষে উত্তরগুলো হতে প্রাপ্ত নম্বর যোগ করলেই পেয়ে যাবেন আপনার মানসিক বয়স।
চলুন, শুরু করা যাক সাইকোলজি টেস্ট...
সাইকোলজি টেস্ট
➤আপনি কোন ধরণের খাবার খেতে আপনি পছন্দ কারন?
- ফাস্ট ফুড -৪০
- রেস্টুরেন্টের খাবার -৩০
- সমুদ্রের খাবার -১০
- স্যুপ -২০
➤আপনি কী ধরণের রঙ পছন্দ করেন?
- লালচে বা অনেক রঙ মেশানো -৪০
- কিছুটা অনুজ্জ্বল বা গাঢ় ধরণের রঙ -১০
- কালচে বা ধূসর প্রকৃতির রঙ -২০
- উজ্জ্বল ধরণের রঙ -৩০
➤নিচের কোন পানীয়টি আপনার পছন্দ?
- বিয়ার -২০
- কোল্ড ড্রিংকস -৪০
- ফলের রস -১০
- রেড ওয়াইন -৩০
➤ফেসবুক-টুইটার বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আপনার মনোভাব কেমন?
- এগুলোর ব্যবহার ছাড়া একদমই থাকতে পারিনা -৪০
- এগুলোর ব্যবহার মানেই শুধু সময়ের অপচয় -১০
- যোগাযোগের জন্য বেশ ভালো উপায় -৩০
- দ্বিধাদ্বন্দ্বে আছি -২০
➤আপনার কাছে আদর্শ ছুটির দিনের অর্থ কি?
- সমুদ্র দেখতে যাওয়া -৩০
- ভ্রমণ করা -২০
- বিভিন্ন সভ্যতার সাথে পরিচিত হওয়া -১০
- পার্কে ঘুরতে যাওয়া -৪০
➤আপনি টিভি দেখতে বসলেন, চার ধরণের চ্যানেলে এই চার ধরণের অনুষ্ঠান চলছে ৷ আপনি কোনটি দেখবেন?
- কার্টুন -৪০
- নিউজ -১০
- ড্রামা বা কমেডি জাতীয় কিছু -২০
- আ্যকশন বা থ্রিলার জাতীয় মুভি -৩০
➤চকলেটের প্রতি আপনার মনোভাব কেমন?
- আমি এটা খুবই পছন্দ করি -৪০
- এটি ছোটো বাচ্চাদের জন্য -২০
- এটি খেতে ভালোবাসি -৩০
- স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই খাই না -১০
➤আপনি নিজের জন্মদিন কিভাবে পালন করেন?
- পরিবারের সবাই মিলে ভালো খাওয়া-দাওয়া করে -২০
- বন্ধু-বান্ধব মিলে পার্টি করে-৩০
- জন্মদিনের কেক কেটে উদযাপন করে -৪০
- এটি শুধু বাচ্চাদের উদযাপনের বিষয় -১০
➤ক্লাসিক্যাল সংগীতের প্রতি আপনার মনোভাব কেমন?
- এটি মোটেও পছন্দ করিনা -৪০
- আমি খুবই পছন্দ করি -১০
- শুনতে বেশ প্রশান্তিকর -২০
- মোটামুটি ভালো লাগে -৩০
➤স্মার্টফোন বা নতুন প্রযুক্তি নিয়ে আপনার মন্তব্য কি?
- একদিকে যেমন দামী তেমনি অপ্রয়োজনীয় -২০
- অনেক বেশি প্রয়োজনীয় -৪০
- অনেক উপকারী -৩০
- কিছুটা কনফিউজিং ব্যাপার -১০
মানসিক দক্ষতার স্কোর
স্কোর ৩৫০-৪০০ হলেঃ
আপনার মানসিক বয়স ৯ বছরের আশপাশে । আপনি অনেকটাই বাচ্চা প্রকৃতির মানুষ ৷ অনেক সাধারণ বিষয়েও আপনি আনন্দ খুঁজে বেড়ান। ছোট ছোট ব্যাপারেও আপনার উৎসাহের কমতি থাকে না। উপভোগ করেন সেগুলিও। আপনার সাইকোলজি অনেকটা বাচ্চাদের মত।
টিপঃ চারপাশের পরিবেশের দিকে আরো বেশি নজর দেয়া উচিত।
স্কোর ৩০০-৩৪০ হলেঃ
আপনার মানসিক বয়স ১৬ বছর। আপনার মানসিক বয়স কিশোর-কিশোরীদের মত ৷ আপনি মানসিকভাবে কিছুটা ইম্যাচিউর ধরণের এবং কখনো কখনো সমাজের রীতি-নীতির ব্যাপারগুলোতে আপনি প্রতিবাদী হয়ে ওঠেন৷ আপনি অনেক প্রাণবন্ত ও আপনার জীবন উদ্দীপনায় ভরপুর।
টিপঃ ইতিবাচক দিকগুলোর প্রতি নজর দেয়া দরকার।
স্কোর ২৫০-২৯০ হলেঃ
আপনার মানসিক বয়স ১৬ থেকে ২১ বছর । আপনি খুব ভালোভাবেই জানেন কখন কার সাথে কেমন আচরন করতে হবে, আবার এটাও জানেন কখন মজা করে সময় কাটাতে হয়। ম্যাচিউরিটি নিয়ে আপনি বেশ সতর্ক। প্রয়োজন অনুযায়ী আপনি পরিপক্ব আচরন করেন কিন্তু মাঝে মাঝে আপনি অনেকটা বাচ্চাদের মতোও ব্যবহার করেন।
টিপঃ বন্ধু নির্বাচনে সতর্ক হোন। নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকাই শ্রেয়।
স্কোর ২০০-২৪০ হলেঃ
আপনার মানসিক বয়স ২১ থেকে ২৯ বছর। মানসিকভাবে আপনি বেশ তরুন। ছোট ছোট ঘটনাগুলো কিংবা নিত্যদিনকার জীবনযাত্রা আপনি বাছবিচার করেই চলেন। আপনি জানেন কোথায়, কখন, কীভাবে ব্যবহার করতে হবে মানুষের সাথে। আপনি বেশ বুদ্ধিমান ও সচেতন মানুষ।
টিপঃ নিজের জীবনযাত্রা নিয়ে সচেতন থাকুন। অতিরিক্ত বাছবিচার করতে গিয়ে নিজেকে প্রশ্নের সম্মুখীন করে বসবেন না।
স্কোর ১৫০-১৯০ হলেঃ
আপনার মানসিক বয়স ২৯ থেকে ৫৫ বছর। আপনি একজন সচেতন নাগরিক। মানসিক দিক থেকে আপনি একজন বুঝ-জ্ঞান সম্পন্ন মানুষ। আপনি সবসময় ভালো দিকগুলো গ্রহণ করার চেষ্টা করেন। ভালো-খারাপ সম্পর্কে আপনি অভিজ্ঞতা ভালো।
টিপঃ দ্বিধাদ্বন্দ্বে পড়া যাবে না। আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটাই গ্রহণ করুন।
স্কোর ১০০-১৪০ হলেঃ
আপনার মানসিক বয়স ৫৫ বছরের উপরে। আপনি মানসিক দিক থেকে একজন বৃদ্ধ মানুষের মতো। জীবনযাত্রার প্রায় সর্বক্ষেত্রেই আপনি অনেক বেশি অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। জীবনের ছোট ছোট ব্যাপারগুলোতে আপনি প্রশংসা করেন এবং নতুন প্রযুক্তি যদিও আপনার কাছে মানানসই মনে হয় কিন্তু তবুও আপনি বিরক্ত নন।
টিপঃ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা সবসময় নিজের ও অন্যের ভালো চায়। নিজের অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে দিন।
আপনার মানসিক বয়স কত তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও জানাতে পারেন কোন বিষয়গুলোর উপর লিখা পড়তে চান। লিখাগুলো শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথেও...
ধন্যবাদ।
আরো দেখুনঃ
