এসএসসি - ২০২৩
বিষয়ঃ রসায়ন
অধ্যায়ঃ ২য় (পদার্থের অবস্থা)
পদার্থের ক্ষুদ্রতম একক হলো অনু। তার চেয়েও ক্ষুদ্রতম হলো পরমানু। এখন দুটি পদার্থের মধ্যে মিথস্ক্রিয়া ঘটাতে আগে জানা প্রয়োজন পদার্থের ভেতরকার অবস্থা। অর্থাৎ এটি কিরূপ অবস্থায় আছে।
তোমাদের রসায়ন বইয়ের ২য় অধ্যায়ে এসব নিয়েই আলোচনা করা হয়েছে।
এই অধ্যায়ে পদার্থের অবস্থা সমূহ ও তাদের বৈশিষ্ট্য, ব্যাপন, নিঃসরণ, সাধারণ কিছু বিক্রিয়া, কণার গতিতত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে কমপক্ষে একটি সৃজনশীল থাকবেই।
"পদার্থের অবস্থা" অধ্যায়ের চমৎকার একটি হ্যান্ডনোট পিডিএফ সহ পাবলিশ করা হয়েছে।
নোটটি ডাউনলোড করে লিংকটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথেও।
[©Grab4Learn]
এসএসসি রসায়ন ২য় অধ্যায় নোট | পদার্থের অবস্থা নোট
পিডিএফ ডাউনলোড
PDF
SSC Chemistry Ch 2
আরো দেখোঃ
©Credit: SSC Note by Hina







