মেডিকেল + ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি - দাগানো বইয়ের পিডিএফ
এইচএসসি পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মূল টার্গেট থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এর জন্য অনেকেই কোচিং করে, কিংবা নিজে নিজে প্রস্তুতি নেয়। সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
এই সময় সঠিক গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ কারন বিগত বছরগুলোর প্রশ্নের ধরন অনেকেই জানে না। যারা কোচিং করে তারা এগিয়ে থাকে এক্ষেত্রে। কোচিং সেন্টার থেকে বিভিন্ন রকম শর্টকাটস দেয়া হয়। তবে আর যাই হোক, মূল বইয়ের উপরে আর কিছুই নেই।
তাই বলে এই না যে মূল বই একবারে লাইন বাই লাইন পড়তে হবে। যদি বেছে বেছে মূল টপিকগুলো পড়ে নেয়া যায় তবে তার বেশিরভাগই কমন আসার নিশ্চয়তা থাকে।
এই পোষ্টে পদার্থবিজ্ঞান, রসায়ন, ও জীববিজ্ঞান দাগানো বইয়ের পিডিএফ ভার্সন আপলোড করা হয়েছে। পদার্থবিজ্ঞান বইটি আবু ইসহাক স্যারের যেখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগানো হয়েছে। এগুলো ভালোভাবে পড়ে শেষ করলে কমন আসার সম্ভাবনা সর্বাধিক।
পিডিএফ বইগুলোর অন্যান্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। বইগুলোর গুগল ড্রাইভ লিংক নিচে দেওয়া হলো এবং এখান ঘেকে ডাউনলোড করে নিতে পারবে।
পিডিএফ লিংক
আরো কিছু বই আছে যেগুলো শীঘ্রই পাবলিশ করা হবে। বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কাঙ্ক্ষিত নোটের জন্য কমেন্টে জানাতে পারো।
আরো দেখো-
