Grab4Learn v2.1 is now available on Android
Min: android 4.4+ | Max: android 11
Download

৫০+ বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম | 50+ Scientific Equipments Name

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link
Congrats! Link has Generated
৫০+ বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম | 50+ Scientific Equipments Name

৫০+ বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম

পৃথিবীতে বিজ্ঞানের বৈপ্লবিক পরিবর্তন ঘটছে প্রতিনিয়তই। এইসব পরিবর্তন ঘটে নানারকম প্রক্রিয়া, পরীক্ষা-নিরীক্ষা ইত্যাদি। আর পরীক্ষা-নিরীক্ষা করতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি তো অবশ্যই লাগবে, তাই না? 
আজ আমরা জানবো অর্ধশতেরও বেশি এমনই কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি নাম। এর কিছু কিছু হয়তো আমরা জানি, দেখেছি কিংবা ব্যবহারও করেছি। কিন্তু এর বাইরেও তো অনেক আছে। 
চলো জেনে নেওয়া যাক সেসব সম্পর্কে।

বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম

১। গতিশীল বা ধাবমান বস্তুর ত্বরণ (acceleration) পরিমাপক যন্ত্রের নাম কি?
- অ্যাক্সিলারোমিটার (accelerometer)
অ্যাক্সিলারোমিটার (accelerometer)


২। সূর্যালোকের উত্তপ্ত করার ক্ষমতা (heating power of sunlight) পরিমাপক যন্ত্রের নাম কি?
- অ্যাক্টিনোমিটার (actinometer)
অ্যাক্টিনোমিটার (actinometer)


৩। তরলে অ্যালকোহলের মাত্রা (alcoholic strength of liquids) পরিমাপক যন্ত্রের নাম কি?
- অ্যালকোহলমিটার (alcoholometer)
অ্যালকোহলমিটার (alcoholometer)


৪। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা (altitude) পরিমাপক যন্ত্রের নাম কি?
- অ্যালটিমিটার (altimeter)
অ্যালটিমিটার (altimeter)


৫। তড়িৎ প্রবাহ (electric current, amperage) পরিমাপক যন্ত্রের নাম কি?
- অ্যামিটার (ammeter)
অ্যামিটার (ammeter)


৬। বাতাসের গতি (windspeed) পরিমাপক যন্ত্রের নাম কি?
- অ্যানিমোমিটার (anemometer)
অ্যানিমোমিটার (anemometer)


৭। বাষ্পীভবনের হার (rate of evaporation ) পরিমাপক যন্ত্রের নাম কি?
- অ্যাটমোমিটার (atmometer)
অ্যাটমোমিটার (atmometer)


৮। শ্রাব্যতা (hearing) পরিমাপক যন্ত্রের নাম কি?
- অডিওমিটার (audiometer)
অডিওমিটার (audiometer)


৯। বায়ুচাপ (air pressure) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ব্যারোমিটার (barometer)
ব্যারোমিটার (barometer)


১০। মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য (mechanical properties of soil) নির্ণায়ক যন্ত্রের নাম কি?
- বিভামিটার (bevameter)
বিভামিটার (bevameter)


১১। তড়িৎচুম্বকীয় বিকিরণ (electromagnetic radiation) পরিমাপক যন্ত্রের নাম কি?
- বলোমিটার (bolometer)
বলোমিটার (bolometer)


১২। রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ (heat of chemical reactions) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ক্যালোরিমিটার (calorimeter)
ক্যালোরিমিটার (calorimeter)


১৩। পৃথিবীর উপরে মেঘের উচ্চতা (height of a cloud base) পরিমাপক যন্ত্রের নাম কি?
- সিলোমিটার (ceilometer)
সিলোমিটার (ceilometer)


১৪। সময় (time) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ক্রোনোমিটার (chronometer)
ক্রোনোমিটার (chronometer)


১৫। রং (colour) ণির্ণায়ক যন্ত্রের নাম কি?
- কালারিমিটার (colorimeter)
কালারিমিটার (colorimeter)


১৬। ভূ-পৃষ্ঠে একটি সক্রিয় ভূতাত্ত্বিক ত্রুটির ধীর পৃষ্ঠ স্থানচ্যুতি (slow surface displacement of an active geologic fault in the earth) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ক্রিপমিটার (creepmeter)
ক্রিপমিটার (creepmeter)


১৭। চুম্বকীয় বিচ্যূতি (magnetic declination) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ডিক্লিনোমিটার (declinometer)
ডিক্লিনোমিটার (declinometer)


১৮। তরলের আপেক্ষিক গুরুত্ব (specific gravity of liquids) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ডেনসিমিটার (densimeter)
ডেনসিমিটার (densimeter)


১৯। ফটোগ্রাফিক পৃষ্ঠে অন্ধকারের ঘনত্ব (degree of darkness in photographic or semitransparent material) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ডেনসিটোমিটার (densitometer)
ডেনসিটোমিটার (densitometer)


২০। স্ফটিকের গঠন (structure of crystals) ণির্ণায়ক যন্ত্রের নাম কি?
- ডিফ্রাক্টোমিটার (diffractometer)
ডিফ্রাক্টোমিটার (diffractometer)


২১। বৃষ্টির ফোঁটার আকার, গতি, এবং বেগ (size, speed, and velocity of raindrops) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ডসট্রোমিটার (disdrometer)
ডসট্রোমিটার (disdrometer)


২২। বিকিরণের ক্ষতি (exposure to hazards, especially radiation) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ডোসিমিটার (dosimeter)
ডোসিমিটার (dosimeter)


২৩। পদার্থের দৃঢ়তা (hardness) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ডিউরোমিটার (durometer)
ডিউরোমিটার (durometer)


২৪। দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন (magnification of a telescope) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ডাইনামিটার (dynameter)
ডাইনামিটার (dynameter)


২৫। বল বা বক্রপথে ধাবমান বস্তুর টর্ক (force or torque) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ডাইনামোমিটার (dynamometer)
ডাইনামোমিটার (dynamometer)


২৬। তেলের আপেক্ষিক গুরুত্ব (specific gravity of oils) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ইলাইওমিটার (elaeometer)
ইলাইওমিটার (elaeometer)


২৭। বৈদ্যুতিক আধান (electric charge) ণির্ণায়ক যন্ত্রের নাম কি?
- ইলেক্ট্রোমিটার (electrometer)
ইলেক্ট্রোমিটার (electrometer)


২৮। দহনে গ্যাসের আয়তন পরিবর্তন (change in volume of a gas mixture following combustion) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ইউডিওমিটার (eudiometer)
ইউডিওমিটার (eudiometer)


২৯। বাষ্পীভবনের হার (rate of evaporation) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ইভ্যাপোরিমিটার (evaporimeter)
ইভ্যাপোরিমিটার (evaporimeter)


৩০। তড়িৎ প্রবাহের উপস্থিতি ও পরিমাণ (electricity) পরিমাপক যন্ত্রের নাম কি?
- গ্যালভানোমিটার (galvanometer)
গ্যালভানোমিটার (galvanometer)


৩১। কঠিন পদার্থের আয়তন এবং ঘনত্ব (volume and density of solids) পরিমাপক যন্ত্রের নাম কি?
- গ্যাস সিনোমিটার (gas pycnometer)
গ্যাস সিনোমিটার (gas pycnometer)


৩২। কোণ (angles) পরিমাপক যন্ত্রের নাম কি?
- গ্রাফোমিটার (graphometer)
গ্রাফোমিটার (graphometer)


৩৩। সূর্যের ব্যাসের পরিবর্তন (variation of the sun's diameter ) পরিমাপক যন্ত্রের নাম কি?
- হেলিওমিটার (Heliometer)
হেলিওমিটার (Heliometer)


৩৪। তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব (specific gravity of liquids) পরিমাপক যন্ত্রের নাম কি?
- হাইড্রোমিটার (hydrometer)
হাইড্রোমিটার (hydrometer)


৩৫। আর্দ্রতা (humidity) পরিমাপক যন্ত্রের নাম কি?
- হাইগ্রোমিটার (hygrometer)
হাইগ্রোমিটার (hygrometer)


৩৬। কালি (ink) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ইঙ্কোমিটার (inkometer)
ইঙ্কোমিটার (inkometer)


৩৭। তরঙ্গের ব্যতিচার (wave interference) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ইন্টারফিরোমিটার (interferometer)
ইন্টারফিরোমিটার (interferometer)


৩৮। গ্যাসের বিন্যাস (composition of gases) পরিমাপক যন্ত্রের নাম কি?
- কাঠারোমিটার (katharometer)
কাঠারোমিটার (katharometer)


৩৯। দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব (specific gravity of milk ) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ল্যাক্টোমিটার (lactometer)
ল্যাক্টোমিটার (lactometer)


৪০। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য (strength of magnetic fields) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ম্যাগনিটোমিটার (magnetometer)
ম্যাগনিটোমিটার (magnetometer)


৪১। চাপ (pressure) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ম্যানোমিটার (manometer)
ম্যানোমিটার (manometer)


৪২। আয়নের ভর (masses of ions, used to identify chemical substances through their mass spectra) পরিমাপক যন্ত্রের নাম কি?
- মাস স্পেক্ট্রোমিটার (mass spectrometer)
মাস স্পেক্ট্রোমিটার (mass spectrometer)


৪৩। বৈদ্যুতিক বিভব, রোধ এবং প্রবাহ (electrical potential, resistance, and current) পরিমাপক যন্ত্রের নাম কি?
- মাল্টিমিটার (multimeter)
মাল্টিমিটার (multimeter)


৪৪। তরলে কণার পরিমাণ (particle in a liquid) পরিমাপক যন্ত্রের নাম কি?
- নিফ্লোমিটার (nephelometer)
নিফ্লোমিটার (nephelometer)


৪৫। দূরত্ব (distance) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ওডোমিটার (odometer)
ওডোমিটার (odometer)


৪৬। পদার্থের বৈদ্যুতিক রোধকতা (electrical resistance) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ওহমমিটার (ohmmeter)
ওহমমিটার (ohmmeter)


৪৭। দ্রবণ বা মিশ্রণের অসমোটিক দৃঢ়তা (osmotic strength of a solution, colloid, or compound) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ওসমোমিটার (osmometer)
ওসমোমিটার (osmometer)


৪৮। হাঁটা (steps) পরিমাপক যন্ত্রের নাম কি?
- পিডোমিটার (pedometer)
পিডোমিটার (pedometer)


৪৯। pH দ্রবণের রাসায়নিক অম্লত্ব/ক্ষারত্ব (chemical acidity/basicity of a solution) পরিমাপক যন্ত্রের নাম কি?
- pH মিটার ( pH meter)
pH মিটার ( pH meter)


৫০। আলোর ঔজ্বল্য (illuminance or irradiance) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ফটোমিটার (photometer)
ফটোমিটার (photometer)


৫১। পোলারিত আলোর ঘূর্ণন (rotation of polarized light) পরিমাপক যন্ত্রের নাম কি?
- পোলারিমিটার (polarimeter)
পোলারিমিটার (polarimeter)


৫২। বিভব পার্থক্য (voltage (term is also used to refer to a variable resistor) পরিমাপক যন্ত্রের নাম কি?
- পটেনশিওমিটার (potentiometer)
পটেনশিওমিটার (potentiometer)


৫৩। আর্দ্রতা (humidity) পরিমাপক যন্ত্রের নাম কি?
- সাইক্রোমিটার (psychrometer)
সাইক্রোমিটার (psychrometer)


৫৪। তরলের ঘনত্ব (fluid density) পরিমাপক যন্ত্রের নাম কি?
- পাইসিনোমিটার (pycnometer)
পাইসিনোমিটার (pycnometer)


৫৫। সৌর বিকিরণ (solar radiation) পরিমাপক যন্ত্রের নাম কি?
- পাইরানোমিটার (pyranometer)
পাইরানোমিটার (pyranometer)


৫৬। উচ্চ তাপমাত্রা (high temperatures) পরিমাপক যন্ত্রের নাম কি?
- পাইরোমিটার (pyrometer)
পাইরোমিটার (pyrometer)


৫৭। দ্রবণে চিনির পরিমাণ (amount of sugar in a solution) পরিমাপক যন্ত্রের নাম কি?
- স্যাকারোমিটার (saccharometer)
স্যাকারোমিটার (saccharometer)


৫৮। সিসমিক তরঙ্গ (যেমন- ভূমিকম্প) (seismic waves (for example, earthquakes) পরিমাপক যন্ত্রের নাম কি?
- সিসমোমিটার (seismometer)
সিসমোমিটার (seismometer)


৫৯। আলোর বৈশিষ্ট্য (properties of light) পরিমাপক যন্ত্রের নাম কি?
- বর্ণালীবিক্ষণ যন্ত্র (spectrometer)
বর্ণালীবিক্ষণ যন্ত্র (spectrometer)


৬০। তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আলোর তীব্রতা (intensity of light as a function of wavelength) পরিমাপক যন্ত্রের নাম কি?
- স্পেকট্রোফটোমিটার (spectrophotometer)
স্পেকট্রোফটোমিটার (spectrophotometer)


৬১। ধাবমান বস্তুর গতি, বেগ (speed, velocity) পরিমাপক যন্ত্রের নাম কি?
- স্পিডোমিটার (speedometer)
স্পিডোমিটার (speedometer)


৬২। রক্ত চাপ (blood pressure ) পরিমাপক যন্ত্রের নাম কি?
- স্ফিগোমোম্যানোমিটার (sphygmomanometer)
স্ফিগোমোম্যানোমিটার (sphygmomanometer)


৬৩। (seismic strain) পরিমাপক যন্ত্রের নাম কি?
- স্ট্রেইনমিটার (strainmeter)
স্ট্রেইনমিটার (strainmeter)


৬৪। প্রতি মিনিটে ঘূর্ণন, রক্ত প্রবাহের হার (revolutions per minute, rate of blood flow) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ট্যাকোমিটার (tachometer)
ট্যাকোমিটার (tachometer)


৬৫। অতিক্রান্ত দূরত্ব (distance travelled, displacement) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ট্যাক্সিমিটার (taximeter)
ট্যাক্সিমিটার (taximeter)


৬৬। তরলের পৃষ্ঠটান (surface tension of a liquid) পরিমাপক যন্ত্রের নাম কি?
- টেনসিওমিটার (tensiometer)
টেনসিওমিটার (tensiometer)


৬৭। তাপমাত্রা (temperature) পরিমাপক যন্ত্রের নাম কি?
- থার্মোমিটার (thermometer)
থার্মোমিটার (thermometer)


৬৮। ফ্লুইডের সান্দ্রতা (viscosity of a fluid) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ভিস্কোমিটার (viscometer)
ভিস্কোমিটার (viscometer)


৬৯। বৈদ্যুতিক বিভব (electric potential, voltage) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ভোল্টমিটার (voltmeter)
ভোল্টমিটার (voltmeter)


৭০। বৈদ্যুতিক যন্ত্রের প্রতি ঘণ্টায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (electrical power) পরিমাপক যন্ত্রের নাম কি?
- ওয়াটমিটার (wattmeter)
ওয়াটমিটার (wattmeter)


৭১। গাঁজন (fermentation ) পরিমাপক যন্ত্রের নাম কি?
- জাইমোমিটার (zymometer)
জাইমোমিটার (zymometer)


[তথ্যসূত্রঃ ইন্টারনেট]

Post a Comment

Write you valuable comments...
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Grab4LearnIf you have any query, send us... (WhatsApp)
Hello, How can we help you?
Start chat...