এসএসসি জীববিজ্ঞান ১ম অধ্যায় - জীবন পাঠ নোট
নবম-দশম শ্রেণী
বিষয়ঃ জীববিজ্ঞান
অধ্যায়ঃ ১ম (জীবন পাঠ)
নবম-দশম শ্রেনীর ১ম অধ্যায় তথা 'জীবন পাঠ' অধ্যায়ের চমৎকার একটি হ্যান্ডনোট সংগ্রহ করে প্রকাশ করা হলো।
অধ্যায়ে জীববিজ্ঞানের উপর সামগ্রিক আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। যেমন,
- জীববিজ্ঞান কি ও এর শাখাপ্রশাখা সমূহ
- জীবজগত কি ও এর রাজ্য সমূহ
- প্রতিটি আলাদা রাজ্যের বিস্তৃত আলোচনা
- জীবজগতের শ্রেণীবিন্যাস সমূহ
- দ্বিপদ নামকরণ
এগুলো সহ আরো অনেক কিছুই আছে। মেইন বইয়ের পাশাপাশি এইরকম একটি হ্যান্ডনোট থাকলে সেটি সহায়িকা হিসেবেও কাজ করবে।
নোটটির ছবি নিচে দেওয়া হলো এবং চাইলে তোমরা পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে।
পিডিএফ ডাউনলোড
PDF
ssc biology chapter 1
Size: 1.8MB
আরো দেখো-
★তোমরা আমাদের ফেসবুক গ্রুপেও হতে পারও এখান থেকে।
[©Credit: Prapti]






























