এসএসসি রসায়ন ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
📌 একনজরে পাঠের সংক্ষিপ্ত আলোচনা 📌
⚗️ পদার্থ
যা ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর আছে, জায়গা দখল করে এবং যার জড়তা আছে, তাকে পদার্থ বলে। টেবিল, চেয়ার, মাটি, পানি, বাতাস ইত্যাদি পদার্থের উদাহরণ।
⚗️ পদার্থের অবস্থাভেদ
প্রকৃতিতে পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। যথা : 
- কঠিন
- তরল
- গ্যাসীয়
সাধারণ তাপমাত্রায় তামা, লোহা, কাঠ প্রভৃতি কঠিন পদার্থ; পারদ, পানি, দুধ প্রভৃতি তরল পদার্থ এবং অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি হলো গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। আবার অবস্থা বিশেষে নির্দিষ্ট কোনো পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। যেমন : বরফ, পানি ও জলীয়বাষ্প হলো যথাক্রমে পানির কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা।
⚗️ কঠিন পদার্থ
সাধারণ অবস্থায় যেসব পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে, তাদের কঠিন পদার্থ বলে। যেমন : পাথর, লবণ, লোহা, বরফ ইত্যাদি।
কঠিন পদার্থের বৈশিষ্ট্য :
- নির্দিষ্ট তাপ ও চাপে কঠিন পদার্থের আকার ও আয়তন সর্বদা নির্দিষ্ট থাকে।
- তাপ প্রয়োগে সাধারণত কঠিন পদার্থ তরলে পরিণত হয়। যেমন : বরফকে উত্তপ্ত করলে তা গলে পানিতে পরিণত হয়।
- ব্যতিক্রম : ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, নিশাদল প্রভৃতি কঠিন পদার্থ তাপের প্রভাবে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং শীতল করলে বাষ্প থেকে কঠিন অবস্থায় ফিরে আসে। একে ঊর্ধ্বপাতন বলে।
- প্রচণ্ড চাপ প্রয়োগেও কঠিন পদার্থের আয়তনের বিশেষ কোনো পরিবর্তন হয় না।
- কঠিন পদার্থের দৃঢ়তা থাকে। বাইরের থেকে বল প্রয়োগ না করলে কঠিন পদার্থের আকার ও আয়তনের বিকৃতি ঘটানো যায় না।
⚗️ তরল পদার্থ
সাধারণ অবস্থায় যেসব পদার্থের আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নির্দিষ্ট নয়, তাদের তরল পদার্থ বলে। যেমন : পানি, তেল, দুধ প্রভৃতি তরল পদার্থ।
তরল পদার্থের বৈশিষ্ট্য :
- নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে তরল পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। যখন যে পাত্রে রাখা হয়, তখন সেই পাত্রের আকার ধারণ করে।
- তাপমাত্রা বাড়ালে তরলের আয়তন বাড়ে। তরলের তাপমাত্রা ক্রমশ বাড়াতে থাকলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে তরল বাষ্পে পরিণত হতে শুরু করে।
- তরলের তাপমাত্রা ক্রমশ কমালে একটি নির্দিষ্ট তাপমাত্রায় এসে তরল কঠিনে পরিণত হয়।
- তরলের অণুসমূহ স্থান পরিবর্তন করতে পারে। এজন্য তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার থাকে না।
⚗️ গ্যাসীয় পদার্থ
সাধারণ অবস্থায় যে পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না, তাকে গ্যাসীয় পদার্থ বলে। যেমন : বায়ু, অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থ।
গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য :
- গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। গ্যাস বর্ণহীন বলে তা দেখা যায় না।
- গ্যাসীয় পদার্থের পরিমাণ যত কমই হোক না কেন, তা যে পাত্রে রাখা হবে সে পাত্রের পুরো স্থান দখল করে থাকে।
- গ্যাসীয় পদার্থের অণুসমূহের মধ্যে দূরত্ব অনেক বেশি, তাই আকর্ষণ শক্তি অনেক কম, ফলে তারা প্রায় মুক্তভাবে চলাচল করে।
- একই তাপমাত্রা ও চাপে সমআয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে।
⚗️ পদার্থের রূপান্তর বা অবস্থার পরিবর্তন
অবস্থাবিশেষে নির্দিষ্ট কোনো পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। যেমন : বরফ, পানি ও জলীয় বাষ্প একই পদার্থ। তাপ বাড়িয়ে বা কমিয়ে এদের অবস্থার পরিবর্তন ঘটানো যায়। সাধারণ তাপমাত্রায় পানি একটি তরল পদার্থ। পানিকে ঠাণ্ডা করলে 0°C তাপমাত্রায় তা বরফে পরিণত হয়। 
এই বরফে তাপ দিলে তা আবার পানিতে পরিণত হয়। পুনরায় 100°C তাপমাত্রায় পানি জলীয়বাষ্পে রূপান্তরিত হয়। জলীয় বাষ্পকে ঠাণ্ডা করলে তা পুনরায় পানিতে পরিণত হয়। এভাবে তাপের পরিবর্তন করে পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বা পরিবর্তন করা যায়।
⚗️ কণার গতিতত্ত্ব
সকল পদার্থই ক্ষুদ্রতম কণিকা দ্বারা তৈরি এবং তা কঠিন, তরল অথবা গ্যাসীয় এই তিন অবস্থার যেকোনো একটি অবস্থায় থাকে। সকল অবস্থায় পদার্থের কণাসমূহ গতিশীল থাকে।
⚗️ আন্তঃআণবিক দূরত্ব
পদার্থ মাত্রই অনেক অণুর সমষ্টি। অণুগুলো একত্রে পাশাপাশি থাকে। পাশাপাশি থাকার কারণে এগুলোর মধ্যে কিছু ফাঁকা জায়গা থেকে যায়। দুটি অণুর মধ্যবর্তী এরূপ ফাঁকা জায়গা বা দূরত্বকে আন্তঃআণবিক দূরত্ব বলে।
⚗️ আন্তঃআণবিক শক্তি
প্রত্যেক পদার্থের অণুসমূহ পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলা হয়। আকর্ষণের পরিমাণ বস্তুর প্রকৃতির ওপর নির্ভর করে। কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। এজন্যই অণুগুলো পরস্পরের খুব কাছাকাছি এবং দৃঢ়ভাবে অবস্থান করে। তাই নড়াচড়া করলেও স্থানান্তরিত হতে পারে না। তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের তুলনায় কম। সেজন্য অণুগুলো কিছুটা দূরে অবস্থান করে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। বায়বীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম। সেজন্যই অণুগুলো বেশ দূরে দূরে অবস্থান করে এবং কোনো আবদ্ধ পাত্রে না রাখলে তা চারদিকে মুক্তভাবে ছড়িয়ে পড়ে।
⚗️ ব্যাপন
কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়ায়-
- পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে।
- ব্যাপন গ্যাসে-গ্যাসে, তরলে-তরলে, তরলে-গ্যাসে, কঠিনে-তরলে এবং কঠিনে-গ্যাসে ঘটতে পারে।
- সালোকসংশ্লেষণ ও শ্বসনের সময় প্রয়োজনীয় গ্যাসের আদান-প্রদান ব্যাপনের মাধ্যমে ঘটে।
⚗️ নিঃসরণ
সরু ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। উচ্চচাপের প্রভাবে এটি একটি গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া। এটি ছিদ্র পথে অর্থাৎ নিয়ন্ত্রিত পথে ঘটে।
⚗️ দহন
কোনো পদার্থকে বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে তাকে দহন বলে। সকল দহনেই তাপশক্তি নির্গত হয়। মোমের জ্বলন বা দহনের ফলে CO₂(g) ও H₂O (g) এবং এর সাথে আরও উৎপাদিত হয় তাপ ও আলো।
⚗️ গলন
কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। গলন চলাকালীন পদার্থের তাপমাত্রা স্থির থাকে।
⚗️ গলনাংক
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে সেই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গলনাংক বলে। যেমন : 0°C তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়। সুতরাং বরফের গলনাংক 0°C।
⚗️ স্ফুটন
কোনো তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। স্ফুটন চলাকালীন অবস্থায় পদার্থের তাপমাত্রা স্থির থাকে।
⚗️ স্ফুটনাংক
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হতে থাকে, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই তরল পদার্থের স্ফুটনাংক বলে। যেমন : পানির স্ফুটনাংক 100°C। অর্থাৎ 100°C তাপমাত্রায় পানি ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হয়।
⚗️ সুপ্ততাপ
যখন কোনো পদার্থের অবস্থার পরিবর্তন চলতে থাকে তখন পদার্থ যে তাপ গ্রহণ বা বর্জন করে তা ঐ পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটায় না। এই তাপকে সুপ্ততাপ বলে। সুপ্ততাপ গ্রহণ করে কঠিন পদার্থ তরলে ও তরল পদার্থ গ্যাসীয় পদার্থে এবং সুপ্ততাপ বর্জন করে গাসীয় পদার্থ তরলে ও তরল পদার্থ কঠিনে পরিণত হয়।
⚗️ ঊর্ধ্বপাতন
যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তাপের প্রভাবে তরল অবস্থাপ্রাপ্ত না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয় এবং ঐ বাষ্পকে ঠাণ্ডা করলে সরাসরি ঐ কঠিন পদার্থই পাওয়া যায়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়। ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, কঠিন CO₂, অ্যামোনিয়াম ক্লোরাইড (নিশাদল) ইত্যাদি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ।
এসএসসি রসায়ন ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
1. কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে?
📍 বাষ্পীভবন
(খ) ঊর্ধ্বপাতন
(গ) ব্যাপন
(ঘ) নিঃসরণ
2. জলীয়বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে?
(ক) আকার সংকুচিত হবে
(খ) চলাচল করতে থাকবে
(গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
📍 পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
3. কোনটি শীতলীকরণে গ্যাসীয় অবস্থা থেকে কঠিনে রূপান্তরিত হয় না?
(ক) ন্যাপথালিন
(খ) কর্পূর
(গ) কঠিন কার্বন ডাইঅক্সাইড
📍 ডাইক্লোরোফ্লোরো মিথেন
4. কঠিন → গ্যাস প্রক্রিয়াটি কোন বস্তুতে ঘটে না?
(ক) কঠিন কার্বন ডাইঅক্সাইড
(খ) আয়োডিন
📍 গ্লুকোজ
(ঘ) কর্পূর
5. কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়?
📍 ন্যাপথালিন
(খ) চুনাপাথর
(গ) চিনি
(ঘ) বরফ
6. কোন মৌলিক গ্যাসটির ব্যাপনের হার বেশি?
📍 H₂
(খ) O₂
(গ) N₂
(ঘ) Cl₂
7. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?
(ক) সালফিউরিক এসিড
📍 সোডিয়াম ক্লোরাইড
(গ) কার্বন ডাইঅক্সাইড
(ঘ) পানি
8. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?
(ক) H₂O
(খ) CO₂
(গ) NH₃
📍 KCl
9. নিচের কোনটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ?
(ক) ফ্লোরিন
(খ) ক্লোরিন
(গ) ব্রোমিন
📍 আয়োডিন
10. নিচের কোন যৌগটির ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি হবে?
📍 NH₃
(খ) NO₂
(গ) H₂S
(ঘ) SO₂
11. কোনটির ব্যাপনের হার বেশি?
(ক) CO₂
(খ) NH₃
(গ) HCl
📍 H₂
12. মোম কোন ধরনের পদার্থ?
(ক) হাইড্রোকার্বন
(খ) কার্বোহাইড্রেট
(গ) উদ্বায়ী
(ঘ) মৌলিক
13. মোমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে?
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) সালফার
14. কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি?
(ক) N₂O₃
(খ) N₂O
(গ) C₂H₆
📍 C₂H₄
15. নিচের কোন পদার্থটির ঊর্ধ্বপাতন ঘটে?
📍 আয়োডিন
(খ) ব্রোমিন
(গ) ক্লোরিন
(ঘ) ফ্লোরিন
16. সরু ছিদ্রপথে উচ্চচাপের কোনো গ্যাসের অণুসমূহের নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে কী বলে?
(ক) ব্যাপন
(খ) বাষ্পীভবন
(গ) উর্ধ্বপাতন
📍 নিঃসরণ
⚗️ পদার্থ ও পদার্থের অবস্থা
- যার ভর আছে, জায়গা দখল করে এবং জড়তা আছে তাই পদার্থ।
- পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে-কঠিন, তরল এবং বায়বীয়।
- পদার্থের আকৃতি, আয়তন, সংকোচনশীলতা, ঘনত্ব, সহজপ্রবাহ, প্রসারণশীলতা ইত্যাদি বৈশিষ্ট্য আছে।
19. কোনো বস্তুর ভেতরের পদার্থের পরিমাণকে কী বলা হয়? (জ্ঞান)
(ক) ওজন
📍 ভর
(গ) মৌল
(ঘ) যৌগ
20. সকল পদার্থ সাধারণত কয় অবস্থায় বিরাজ করে? (জ্ঞান)
(ক) 2
📍 3
(গ) 4
(ঘ) 5
21. সাধারণ তাপমাত্রায় কোনটি তরল পদার্থ? (অনুধাবন)
(ক) বরফ
(খ) জলীয়বাষ্প
📍 পানি
(ঘ) লবণ
22. ইনজেকশনের সিরিঞ্জে পানি ও বাতাস ভরে সুচ খুলে মুখ বন্ধ করে চাপ দিলে নিচের কোনটির পরিবর্তন ঘটে? (অনুধাবন)
(ক) আকার
(খ) আকৃতি
📍 আয়তন
(ঘ) ভর
23. পদার্থের কী কী আছে? (অনুধাবন)
📍 ভর ও আয়তন
(খ) বর্ণ ও গন্ধ
(গ) স্বাদ ও ওজন
(ঘ) সংকোচন ও প্রসারণ
24. সাধারণ অবস্থায় পানি, লবণ ও নাইট্রোজেন কেমন? (উচ্চতর দক্ষতা)
📍 তরল, কঠিন, গ্যাস
(খ) তরল, গ্যাস, কঠিন
(গ) কঠিন, তরল, গ্যাস
(ঘ) সবই তরল
25. কোনটি পদার্থ নয়? (অনুধাবন)
(ক) বায়ু
(খ) মাটি
📍 শব্দ
(ঘ) পানি
26. জলীয় বাষ্পকে ঠাণ্ডা করলে কিসে পরিণত হয়? (জ্ঞান)
(ক) বরফে
(খ) বাষ্পে
(গ) কঠিন পদার্থে
📍 পানিতে
27. কোনটির সংকোচনশীলতা সবচেয়ে বেশি? (অনুধাবন)
(ক) লবণ
(খ) পানি
(গ) দুধ
📍 হাইড্রোজেন
28. কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? (অনুধাবন)
(ক) লুব্রিকেটিং তেল
(খ) সয়াবিন তেল
(গ) দুধ
📍 খাবার লবণ
29. জলীয়বাষ্পকে ঠাণ্ডা করলে পানিতে এবং আরও ঠাণ্ডা করলে কিসে পরিণত হবে? (উচ্চতর দক্ষতা)
📍 বরফে
(খ) পানি ঊর্ধ্বপাতিত হবে
(গ) জলীয়বাষ্পে
(ঘ) জলীয়বাষ্প ঊর্ধŸপাতিত হবে
30. কোনটি পদার্থ? (অনুধাবন)
📍 বায়ু
(খ) তাপ
(গ) আলো
(ঘ) বিদ্যুৎ
31. পদার্থ সাধারণত কোন অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়? (প্রয়োগ)
(ক) কঠিন
(খ) তরল
📍 বায়বীয়
(ঘ) প্লাজমা
32. কোন পদার্থটি তরল প্রকৃতির? (অনুধাবন)
(ক) চিনি
(খ) হিলিয়াম
(গ) অক্সিজেন
📍 লুব্রিকেটিং
33. কোনটি চাপ প্রয়োগে সংকুচিত হয় না? (জ্ঞান)
(ক) সয়াবিন তেল
📍 চুনাপাথর
(গ) পারদ
(ঘ) হিলিয়াম
34. কোনটির সহজপ্রবাহ সর্বাধিক? (অনুধাবন)
(ক) লুব্রিকেটিং
(খ) সয়াবিন তেল
📍 পানি
(ঘ) দুধ
35. পারদ কোন অবস্থায় থাকে? (জ্ঞান)
(ক) কঠিন
📍 তরল
(গ) বায়বীয়
(ঘ) তরল স্ফটিক
36. কোনটির আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে? (প্রয়োগ)
(ক) CO₂ ভর্তি গ্যাসজার
(খ) পারদ
(গ) দুধ
📍 মার্বেল পাথর
37. তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না? (জ্ঞান)
(ক) আকার
(খ) আকৃতি
📍 অণুর গঠন
(ঘ) ভৌত অবস্থা
38. পদার্থের বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. জড়তা আছে
ii. স্থান দখল করে
iii. ভর আছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
39. সয়াবিন তেল একটি তরল পদার্থ, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এর আয়তন স্থির থাকে
ii. এটি তার ধারকপাত্রের আকার গ্রহণ করে
iii. এর নির্দিষ্ট ঘনত্ব আছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
40. চাপ প্রয়োগে সংকোচনশীল- (অনুধাবন)
i. পানি
ii. পারদ
iii. কাঠের টুকরা
নিচের কোনটি সঠিক?
📍 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
41. চাপ প্রয়োগে আকৃতি ও আয়তন অপরিবর্তিত থাকে- (অনুধাবন)
i. পেন্সিল ও পাথরের
ii. কাঠ ও ইটের
iii. পানি ও দুধের
নিচের কোনটি সঠিক?
📍 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
⚗️ নিচের উদ্দীপকটি পড় এবং 42 ও 4৩নং প্রশ্নের উত্তর দাও :
42. উদ্দীপকের ক্ষেত্রে-(উচ্চতর দক্ষতা)
i. X অপেক্ষা Z এর সংকোচনশীলতা বেশি
ii. Y এর আকৃতি নির্দিষ্ট
iii. Z এর ঘনত্ব সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
43. Z এর ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট?    (উচ্চতর দক্ষতা)
(ক) আকার
(খ) আকৃতি
(গ) আয়তন
📍 ভর
⚗️ কণার গতিতত্ত্ব
- কঠিন, তরল বা গ্যাসীয় সকল অবস্থাতেই পদার্থের কণাসমূহ গতিশীল থাকে। একে গতিতত্ত্ব বলে।
- কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকার আছে। তরলের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু আকার থাকে না। বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন বা আকার নেই।
- কঠিন পদার্থের কণাগুলোর আকর্ষণ বল সবচেয়ে বেশি। এরপর তরল পদার্থের এবং সবশেষে গ্যাসীয় পদার্থের।
- কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। তরল পদার্থের কঠিনের চেয়ে কম এবং গ্যাসীয় পদার্থের একেবারেই কম থাকে।
- কঠিন অবস্থায় পদার্থের কণাসমূহের গতিশীলতা সবচেয়ে কম হয়, তরল অবস্থায় গতিশীলতা কঠিনের চেয়ে বাড়ে। গ্যাসীয় অবস্থায় গতিশীলতা সবচেয়ে বেশি থাকে।
- কঠিন পদার্থের ঘনত্ব আন্তঃআণবিক শক্তির কারণে সবচেয়ে বেশি হয়। তরল পদার্থের কঠিনের চেয়ে কম এবং বায়বীয় পদার্থের সবচেয়ে কম হয়।
- কঠিন পদার্থে চাপ দিলে এর আয়তন সংকোচনশীলতা থাকে না বললেই চলে। তরল অবস্থায় স্বল্প মাত্রায় সংকোচনশীল হয় আর বায়বীয় পদার্থে আয়তন সংকোচনশীলতা সবচেয়ে বেশি হয়।
44. পদার্থের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তাকে কী বলে? (জ্ঞান)
📍 আন্তঃআণবিক শক্তি
(খ) রাসায়নিক শক্তি
(গ) স্থির বৈদ্যুতিক শক্তি
(ঘ) ভ্যানডার ওয়ালস শক্তি
45. নির্দিষ্ট আকার, আয়তন ও কমবেশি দৃঢ়তা থাকে পদার্থের কোন অবস্থায়? (জ্ঞান)
(ক) তরল
(খ) বায়বীয়
📍 কঠিন
(ঘ) দ্রবণীয়
46. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ নির্দিষ্ট স্থানে বিরাজ করে না, চলাচল করে? (জ্ঞান)
(ক) কঠিন
📍 তরল
(গ) গ্যাসীয়
(ঘ) কলয়েড অবস্থায়
47. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ মুক্তভাবে চলাচল করে? (জ্ঞান)
(ক) কঠিন
(খ) তরল
(গ) দ্রবণ
📍 গ্যাসীয়
48. তরল পদার্থের অণুর অবস্থান কী রকম? (জ্ঞান)
📍 অণুগুলো গুচ্ছ আকারে থাকে
(খ) অণুগুলো দূরে দূরে থাকে
(গ) অণুগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে
(ঘ) অণুগুলো খুব কাছাকাছি থাকে
49. নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
(ক) গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে
📍 তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নাই
(গ) সকল কঠিন পদার্থকে তাপ দিলে তরলে রূপান্তরিত হয়
(ঘ) কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন নেই
50. নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? (অনুধাবন)
📍 কার্বন ডাইঅক্সাইড
(খ) পানি
(গ) সাধারণ লবণ
(ঘ) কেরোসিন তেল
51. আন্তঃআণবিক শক্তি কী? (অনুধাবন)
(ক) পরমাণুসমূহের পারস্পরিক আকর্ষণ
📍 অণুসমূহের পারস্পরিক আকর্ষণ
(গ) পরমাণুসমূহের পারস্পরিক বিকর্ষণ
(ঘ) অণুসমূহের পারস্পরিক বিকর্ষণ
52. কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
📍 কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে
(খ) তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে
(গ) বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে
(ঘ) গ্যাসীয় পদার্থের আকর্ষণ শক্তি নেই
53. কোনো বস্তুর আন্তঃআণবিক শক্তি বেশি হলে তা কেমন পদার্থ? (অনুধাবন)
📍 উচ্চ গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট কঠিন পদার্থ
(খ) সাধারণ তাপমাত্রায় তরল
(গ) সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়
(ঘ) তার ওজন বেশি
54. বেলুনের মধ্যে থাকা গ্যাসের বৈশিষ্ট্য কী? (প্রয়োগ)
(ক) নির্দিষ্ট আয়তন বা আকার রয়েছে
(খ) অণুসমূহের মধ্যকার দূরত্ব অনেক কম, তাই আকর্ষণ শক্তি বেশি
📍 অণুসমূহ প্রায় মুক্তভাবে চলাচল করতে পারে
(ঘ) সংকোচনশীলতা নেই
55. কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি থেকে কাঁপতে থাকে? (জ্ঞান)
📍 কঠিন
(খ) তরল
(গ) বায়বীয়
(ঘ) প্লাজমা
56. তাপশক্তি ব্যবহার করে পদার্থকে এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর করা সম্ভব- কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? (জ্ঞান)
(ক) আণবিক তত্ত্ব
(খ) পারমাণবিক তত্ত্ব
📍 Kণার গতিতত্ত্ব
(ঘ) অ্যাভোগ্যাড্রোর তত্ত্ব
57. নিচের কোনটির ঘনত্ব সর্বাধিক?    (অনুধাবন)
(ক) পানি
📍 কাঠের টুকরা
(গ) দুধ
(ঘ) হিলিয়াম গ্যাস
58. নিচের কোনটিতে অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম? (অনুধাবন)
📍 বরফ
(খ) পানি
(গ) ফুটানো পানি
(ঘ) জলীয়বাষ্প
59. কঠিন উত্তাপ→ তরল উত্তাপ→ গ্যাস?
উপরের নিয়মের ব্যতিক্রম কোনটি?    (উচ্চতর দক্ষতা)
(ক) NaCl
(খ) CaCl₂
📍 NH₄Cl
(ঘ) NH₄NO₃
60. কোনটির কণাসমূহ দৃঢ়ভাবে পরস্পরের অতি সন্নিকটে থাকে? (অনুধাবন)
(ক) পানি
(খ) কেরোসিন
📍 খাবার লবণ
(ঘ) কার্বন ডাইঅক্সাইড
61. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? (অনুধাবন)
(ক) চুনাপাথর
(খ) পেট্রোল
📍 নাইট্রোজেন
(ঘ) দুধ
62. গ্যাসীয় অবস্থায় অণুসমূহ কী করে?    (অনুধাবন)
(ক) পরস্পরের সন্নিকটে থাকে
(খ) পরস্পর থেকে দূরে থাকে
📍 মুক্তভাবে চলাচল করে
(ঘ) দূরত্ব বজায় রেখে চলাচল করে
63. তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর ক্ষেত্রে কী ঘটে? (অনুধাবন)
📍 অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়
(খ) অণুগুলোর মধ্যকার আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়
(গ) অণুগুলোর গতিশক্তি হ্রাস পায়
(ঘ) অণুসমূহের চলাচল হ্রাস পায়
64. তাপশক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটে? (অনুধাবন)
(ক) আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়
(খ) গতিশক্তি হ্রাস পায়
(গ) আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি সমান হয়
📍 তীব্রবেগে এলোমেলোভাবে ছোটাছুটি করে
65. নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? (অনুধাবন)
(ক) মোম
📍 বাতাস
(গ) কেরোসিন
(ঘ) পানি
66. চাপ প্রয়োগে গ্যাসের আয়তন কীভাবে পরিবর্তিত হয়? (অনুধাবন)
(ক) পরিবর্তন হয় না
📍 হ্রাস পায়
(গ) শূন্য হয়
(ঘ) বৃদ্ধি পায়
67. আন্তঃআণবিক দূরত্ব বাড়লে আন্তঃআণবিক শক্তি কেমন হয়? (অনুধাবন)
📍 Kমে
(খ) বাড়ে
(গ) দ্বিগুণ হয়
(ঘ) ব্যস্তানুপাতে বাড়ে
68. কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব কেমন? (অনুধাবন)
📍 সবচেয়ে কম
(খ) সবচেয়ে বেশি
(গ) নেই
(ঘ) তরলের চেয়ে বেশি
69. বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
(ক) নির্দিষ্ট আকার ও আয়তন নেই
(খ) নির্দিষ্ট আয়তন আছে আকার নেই
📍 নির্দিষ্ট ওজন আছে কিন্তু আকার ও আয়তন নেই
(ঘ) নির্দিষ্ট আয়তন ও ওজন আছে কিন্তু আকার নেই
70. পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় কেন? (অনুধাবন)
(ক) পানির অণুগুলো ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয় বলে
(খ) পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায় বলে
📍 পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় বলে
(ঘ) পানির স্ফুটনাংক বৃদ্ধি পায় বলে
71. সাধারণ চাপ ও উষ্ণতায় নিচের কোন পদার্থের আকার এবং আয়তন নির্দিষ্ট থাকে? (প্রয়োগ)
📍 চিনি
(খ) অক্সিজেন
(গ) সয়াবিন তেল
(ঘ) পানি
72. সাধারণ অবস্থায় কোন পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকে না? (প্রয়োগ)
(ক) মার্বেল পাথর
📍 লুব্রিকেটিং তেল
(গ) ইট
(ঘ) অক্সিজেন
73. নিচের কোন গুচ্ছের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? (প্রয়োগ)
📍 পাথর ও বালি
(খ) মধু ও তেল
(গ) কেরোসিন ও ডিজেল
(ঘ) অক্সিজেন ও নাইট্রোজেন
74. নিচের কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য? (প্রয়োগ)
(ক) আকার ও আয়তন আছে
(খ) আকার ও আয়তন নেই
📍 আকার নেই আয়তন আছে
(ঘ) আকার আছে আয়তন নেই
75. এক গ্লাস পানিতে এক চামচ চিনি ঢেলে নাড়লে কিছুক্ষণ পর চিনি অদৃশ্য হয়ে যায়। এই চিনির অণুগুলো কোথায় যায়? (প্রয়োগ)
(ক) চিনির অণুগুলো পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়
📍চিনির অণুগুলো পানির অণুর আন্তঃআণবিক স্থানে ঢুকে যায়
(গ) চিনির অণুগুলো ভেঙে অসংখ্য আয়নে পরিণত হয়
(ঘ) চিনির অণুগুলো পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজে পরিণত হয়
76. নিচে কয়েকটি পদার্থের স্ফুটনাংক দেয়া হলো। কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি হবে? (উচ্চতর দক্ষতা)
স্ফুটনাংক
📍 1465°C
(খ) 100°C
(গ) 215°C
(ঘ) -259°C
77. নিচের কোন রূপান্তর প্রক্রিয়ায় পানির অণুর গতিশক্তি হ্রাস পায়? (উচ্চতর দক্ষতা)
(ক) বরফ → পানি
(খ) বরফ → বাষ্প
📍 বাষ্প → বরফ
(ঘ) পানি → বাষ্প
78. একই তাপমাত্রায় চারটি বেলুনকে যথাক্রমে কার্বন ডাই অক্সাইড (A), মিথেন (B), নাইট্রোজেন (C) ও অক্সিজেন (D) দ্বারা পূর্ণ করে আকাশে ছেড়ে দেয়া হলো। কোন বেলুনটি সবচেয়ে দ্রুত নেমে আসবে? (উচ্চতর দক্ষতা)
📍 A -
(খ) B
(গ) C
(ঘ) D
79. কঠিন পদার্থের বেলায় নিচের কোনটি প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
📍 আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি
(খ) আন্তঃআণবিক শক্তি মাঝামাঝি
(গ) আন্তঃআণবিক দূরত্ব কম N আন্তঃআণবিক দূরত্ব নেই
80. কাঠে পেরেক ঠুকানো সহজ কেন? (উচ্চতর দক্ষতা)
(ক) অণুর দ্রুত কম্পনের কারণে
📍 অণুর মধ্যে ফাঁক থাকার কারণে
(গ) অণুর আকর্ষণ শক্তির কারণে
(ঘ) আন্তঃআণবিক শক্তির কারণে
81. কঠিন পদার্থের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. নির্দিষ্ট আকার ও আয়তন থাকে
ii. স্ফুটনাংক ও গলনাংক বেশি হয়
iii. আন্তঃআণবিক শক্তি বেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
82. গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য-(অনুধাবন)
i. নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে
ii. সংকোচনশীলতা রয়েছে
iii. পাত্র খোলা রাখলে চারদিকে ছড়িয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
📍 ii ও iii
(ঘ) i, ii ও iii
83. সঠিক বাক্য-(উচ্চতর দক্ষতা)
i. আন্তঃআণবিক শক্তি গতিশক্তি থেকে অনেক কম হলে পদার্থ গ্যাসীয় হবে
ii. আন্তঃআণবিক শক্তি গতিশক্তি থেকে অনেক বেশি হলে পদার্থ কঠিন হবে
iii. আন্তঃআণবিক শক্তি গতিশক্তির প্রায় সমান হলে পদার্থ তরল হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
84. একটি গ্যাসীয় পদার্থে চাপ প্রদান করে ঠাণ্ডা করা হলে- (উচ্চতর দক্ষতা)
i. তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক শক্তি কমে যাবে
ii. তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক শক্তি বেড়ে যাবে
iii. তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
📍 ii ও iii
85. পদার্থের কণাসমূহ গতিশীল থাকে- (প্রয়োগ)
i. কঠিন অবস্থায়
ii. তরল অবস্থায়
iii. বায়বীয় অবস্থায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
86. আন্তঃআণবিক আকর্ষণ শক্তি- (উচ্চতর দক্ষতা)
i. কঠিন অবস্থায় সর্বোচ্চ
ii. তরল অবস্থায় মাঝামাঝি
iii. বায়বীয় অবস্থায় সর্বোচ্চ
নিচের কোনটি সঠিক?
📍 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
87. তাপ প্রয়োগে পরিণত হয়- (অনুধাবন)
i. জলীয়বাষ্প থেকে পানিতে
ii. বরফ থেকে পানিতে
iii. পানি থেকে জলীয়বাষ্পে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
📍 ii ও iii
(ঘ) i, ii ও iii
88. তরল পদার্থের- (প্রয়োগ)
i. আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিনের চেয়ে কম
ii. আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল
iii. কণাসমূহ মোটামুটি দূরত্বে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
89. তাপ প্রয়োগ করা হলে পদার্থের- (অনুধাবন)
i. কণাসমূহ গতিশক্তি অর্জন করে
ii. কণাসমূহ স্থিতিশক্তি অর্জন করে
iii. কণাসমূহ ইচ্ছামত বিভিন্ন দিকে চলাচল করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
⚗️ ব্যাপন
- বায়ু ও অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ ক্ষারীয় বলে তাতে লাল লিটমাস পেপার প্রবেশ করালে নীল রঙ ধারণ করে।
- পটাসিয়াম পারম্যাঙ্গানেটের স্ফটিক পানিতে যোগ করলে তা বেগুনরি ঙ ধারণ করে।
- ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাপে ব্যাপন দ্রুত সাড়া দেয়।
- গ্যাসীয় পদার্থ ব্যাপনে দ্রুত ছড়িয়ে পড়ে।
- কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
- বস্তুর ভর ও ঘনত্ব যত বেশি হয় ব্যাপন তত হ্রাস পায়।
94. কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
(ক) নিঃসরণ
📍 ব্যাপন
(গ) সালোকসংশ্লেষণ
(ঘ) প্রস্বেদন
95. পাকা কাঁঠালের গন্ধ ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়াকে কী বলে? (প্রয়োগ)
📍 ব্যাপন
(খ) নিঃসরণ
(গ) প্রস্বেদন
(ঘ) সালোকসংশ্লেষণ
96. ব্যাপনের ইংরেজি কী? (জ্ঞান)
(ক) Osmosis
(খ) Absorption
📍 Diffusion
(ঘ) Transpiration
97. ব্যাপনের উৎপত্তির কারণ কী? (অনুধাবন)
(ক) বিকর্ষণ
(খ) আকর্ষণ
📍 গতিশীলতা
(ঘ) নিঃসরণ
98. একটি বস্তুর ভর এবং ঘনত্ব বেশি হলে ব্যাপনের হার কেমন হবে? (অনুধাবন)
(ক) বৃদ্ধি পাবে
📍 হ্রাস পাবে
(গ) সমানুপাতিক হবে
(ঘ) ব্যস্তানুপাতিক হবে
99. নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম? (অনুধাবন)
(ক) O₂
(খ) He
📍 CO₂
(ঘ) H₂
100. বস্তুর ভর বাড়লে ব্যাপনের হার কী রকম হয়? (অনুধাবন)
(ক) বেড়ে যায়
📍 Kমে যায়
(গ) একই থাকে
(ঘ) সমানুপাতিক হারে বাড়ে
101. ব্যাপনের বেলায় গ্যাসপাত্রের ভেতরে ও বাইরে বায়ুর চাপ কেমন? (অনুধাবন)
(ক) আলাদা
📍 একই
(গ) ভেতরে বেশি বাইরে কম
(ঘ) বাইরে বেশি ভেতরে কম
102. ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ার মাধ্যমে? (প্রয়োগ)
📍 ব্যাপন
(খ) ব্রাউনীয় গতি
(গ) অভিস্রবণ
(ঘ) দ্রবণ
103. একটি গ্লাসে পানি নিয়ে তাতে এক ফোঁটা কালি এমনভাবে যোগ করলে যা পানির তলদেশে থাকে। কিছুক্ষণ পরে দেখলে কালি সমগ্র পানিতে মিশে গেছে। এ ঘটনার নাম কী? (প্রয়োগ)
(ক) ব্রাউনীয় গতি
📍 ব্যাপন
(গ) দ্রবণ
(ঘ) রাসায়নিক বিক্রিয়া
104. একটি গ্লাসে পানি নিয়ে তাতে এক টুকরা KMnO₄ ফেলা হলো, যা গ্লাসের তলদেশে থাকে। কিছুক্ষণ পর দেখা গেল যে, KMnO₄ পানিতে ছড়িয়ে গেছে। এ ঘটনার নাম কী? (প্রয়োগ)
(ক) ব্রাউনীয় গতি
📍 ব্যাপন
(গ) দ্রবণ
(ঘ) রাসায়নিক বিক্রিয়া
105. একটি সেন্টের বোতলের ছিপি ঘরের এক কোণে খুলে রাখলে সারাঘর সুগন্ধে ভরে যায় কেন?    (প্রয়োগ)
(ক) সেন্ট বাতাসে ভাসে
(খ) সেন্টের অণুগুলোর নিঃসরণ ঘটে
📍 ব্যাপনের কারণে
(ঘ) সাধারণ নিয়মে ঘটে
106. একই আণবিক ভর বিশিষ্ট দুটো গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? (প্রয়োগ)
(ক) কক্ষ তাপমাত্রায় পানিতে এদের দ্রাব্যতা একইরকম
(খ) তাদের স্ফুটনাংক সমান
(গ) এক অণুতে তাদের পরমাণু সংখ্যা সমান
📍 Kক্ষ তাপমাত্রা ও চাপে তাদের ব্যাপন হার সমান
107. ভর ও ঘনত্ব বাড়লে ব্যাপন হার- (উচ্চতর দক্ষতা)
i. কমে
ii. বাড়ে
iii. বন্ধ হয়
নিচের কোনটি সঠিক?
📍 i
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
108. ব্যাপন হার-(অনুধাবন)
i. আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়
ii. তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
iii. ঘনত্ব বৃদ্ধির সাথে কমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
📍 ii ও iii
(ঘ) i, ii ও iii
109. তাপ প্রয়োগে ব্যাপন হার- (অনুধাবন)
i. বাড়ে
ii. কমে
iii. স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
📍 i
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
110. ব্যাপন সংঘটিত হয়- (অনুধাবন)
i. চাপের প্রভাবে
ii. সমভাবে
iii. স্বতঃস্ফূর্তভাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
📍 ii ও iii
(ঘ) i, ii ও iii
111. ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ- (প্রয়োগ)
i. সেন্টের শিশি থেকে গন্ধ নির্গমন
ii. বাতাসে দুর্গন্ধ ছড়ানো
iii. ল্যাবরেটরিতে H₂S এর গন্ধ ছড়ানো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
📍 ii ও iii
(ঘ) i, ii ও iii
112. ব্যাপন হলো- (অনুধাবন)
i. মন্থর প্রক্রিয়া
ii. দ্রুত প্রক্রিয়া
iii. পাত্রের ভেতরে-বাইরে বায়ুচাপ সমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
115. ব্যাপন দ্রুত সংঘটনের কারণ- (উচ্চতর দক্ষতা)
i. তাপে ব্যাপন প্রক্রিয়া দ্রুত ঘটে
ii. গরম পানিতে ব্যাপনের হার বেশি
iii. কপার সালফেট দ্রবণ যুক্ত আছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
নিচের চিত্রটি দেখ এবং 116 ও 117 নং প্রশ্নের উত্তর দাও :
116. উদ্দীপকের প্রক্রিয়াটি কী?    (অনুধাবন)
📍 ব্যাপন
(খ) নিঃসরণ
(গ) প্রস্বেদন
(ঘ) সালোকসংশ্লেষণ
117. উদ্দীপকের প্রক্রিয়াটি-(উচ্চতর দক্ষতা)
i. বস্তুর ভর ও Nনত্বের ওপর নির্ভরশীল
ii. নিম্নচাপের স্থান থেকে উচ্চচাপের স্থানের দিকে ঘটে
iii. কঠিন, তরল ও গ্যাসীয় বস্তুর বেলায় ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
⚗️ নিঃসরণ
- সরু ছিদ্র পথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
- একটি গ্যাস বা বায়ু ভরা বেলুনে ছিদ্র করলে এতে থাকা অণুসমূহ ছিদ্রপথে বেরিয়ে পড়ে যতক্ষণ না চাপমুক্ত হয়।
- যখন ছিদ্রস্থলে বেলুনের ভেতরের চাপ এবং বাইরের চাপ সমান হয় তখন নিঃসরণ ব্যাপনে রূপান্তরিত হয়।
- ব্যাপন ও নিঃসরণ বস্তুর ভর এবং ঘনত্বের ওপর নির্ভরশীল। বস্তুর ভর এবং ঘনত্ব যত বেশি হবে ব্যাপন ও নিঃসরণের হার তত হ্রাস পাবে।
118. পাকা কাঁঠালের ত্বকের ছিদ্রপথে গন্ধ বের হয়ে আসাকে কী বলে? (জ্ঞান)
(ক) ব্যাপন
📍 নিঃসরণ
(গ) প্রস্বেদন
(ঘ) সালোকসংশ্লেষণ
119. নিঃসরণের ইংরেজি কী? (জ্ঞান)
📍 Effusion
(খ) Diffusion
(গ) Osmosis
(ঘ) Transpiration
120. ময়লার দুর্গন্ধ পচনশীল বস্তুর ভেতর থেকে বেরিয়ে আসে কোন প্রক্রিয়ায়? (অনুধাবন)
(ক) অভিস্রবণ
(খ) পরিস্রাবণ
(গ) ব্যাপন
📍 নিঃসরণ
121. হাসপাতালে কোন গ্যাস রাখা হয়? (প্রয়োগ)
(ক) H₂
(খ) CH₄
📍 O₂
(ঘ) C₄H₁₀
122. গাড়ির চাকার টিউবের ছিদ্রপথে বাতাস বের হওয়া কোন প্রক্রিয়ার উদাহরণ? (প্রয়োগ)
(ক) ব্যাপন
(খ) প্রস্বেদন
(গ) অভিস্রবণ
📍 নিঃসরণ
123. ছিদ্র বড় হওয়ার সাথে সাথে স্বতঃস্ফূর্ততা কীরূপ হয়? (অনুধাবন)()
📍 বেশি
(খ) কম
(গ) অসীম
(ঘ) তাপপরিবর্তনশীল
124. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? (জ্ঞান)
(ক) মিথানল
📍 মিথেন
(গ) ইথানল
(ঘ) ইথেন
125. সি. এন. জি. কীভাবে প্রস্তুত করা যায়? (প্রয়োগ)
(ক) অধিক তাপ প্রয়োগে
(খ) অধিক তাপ অপসারণে
📍 অধিক চাপ প্রয়োগে
(ঘ) অধিক চাপ অপসারণে
126. কোনটিকে প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? (অনুধাবন)
📍 CH₄
(খ) C₂H₅OH
(গ) C₂H₆
(ঘ) C₃H₈
127. সিলিন্ডারসমূহে ছিদ্র হলে গ্যাস কোন প্রক্রিয়ায় নির্গত হয়? (অনুধাবন)
(ক) ব্যাপন
📍 নিঃসরণ
(গ) অভিস্রবণ
(ঘ) পরিস্রাবণ
128. কোনটির মাধ্যমে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে? (জ্ঞান)
(ক) প্রস্বেদন
(খ) অভিস্রবণ
📍 নিঃসরণ
(ঘ) ব্যাপন
129. নিঃসরণ-(অনুধাবন)
i. এক ধরনের ব্যাপন
ii. নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে যায়
iii. চাপমুক্ত অবস্থায় ব্যাপনে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
130. নিঃসরণের ক্ষেত্রে ছিদ্র যত বড় হয়- (অনুধাবন)
i. স্বতঃস্ফূর্ততা বাড়ে
ii. দ্রুত চাপমুক্ত হয়
iii. অভিস্রবণে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
📍 i ও ii
(ঘ) i, ii ও iii
131. রিকাইনারি থেকে প্রাপ্ত গ্যাস- (অনুধাবন)
i. প্রোপেন
ii. বিউটেন
iii. মিথেন
নিচের কোনটি সঠিক?
📍 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
132. ব্যাপন ও নিঃসরণ হার হ্রাস পাবে- (প্রয়োগ)
i. ভর ও Nনত্ব বেশি হলে
ii. ভর ও Nনত্ব কম হলে
iii. ভর ও Nনত্ব সর্বাধিক হলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
⚗️ নিচের উদ্দীপকটি পড়ে 133 ও 134 নং প্রশ্নের উত্তর দাও :
CH₄, O₂, C₄H₁₀ ও C₃H₈ গ্যাসের আণবিক ভর যথাক্রমে 16, 32, 58 ও 44। গ্যাসগুলোকে একই আকৃতির বেলুনে ভর্তি করা হলো।
133. সূচ দিয়ে ছিদ্র করলে কোন গ্যাসের বেলুন আগে চুপসে যাবে? (প্রয়োড়)
(ক) CH₄
📍 O₂
(গ) C₄H₁₀
(ঘ) C₃H₈
134. গ্যাসগুলোর ক্ষেত্রে-(অনুধাবন)
i. CH₄ গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম
ii. C₄H₁₀ গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি
iii. সকল গ্যাসের ব্যাপন হার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
⚗️ মোমের জ্বলন ও পদার্থের তিন অবস্থা
- মোম যখন জ্বলতে থাকে তখন পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়।
- মোম গলতে শুরু করলে এর মধ্যের সুতাটি তা শোষণ করে নেয়।
- সুতার অগ্রভাগের মোম গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়।
- মোম একটি হাইড্রোকার্বন অর্থাৎ জৈব যৌগ।
- বাতাসের উপস্থিতিতে মোমের দহনের ফলে CO₂, H₂O, তাপ ও আলো উৎপন্ন হয়।
135. মোমের জ্বলন কোন ধরনের পরিবর্তন? (অনুধাবন)
(ক) ভৌত
(খ) রাসায়নিক
📍 ভৌত ও রাসায়নিক
(ঘ) স্থায়ী
136. মোমের জ্বলনের সময় কোন বিক্রিয়াটি ঘটে? (উচ্চতর দক্ষতা)
(ক) মোম + O₂→CO₂ + H₂O + তাপ
(খ) মোম + O₂→CO₂ + H₂O - তাপ + আলো
(গ) মোম + O₂→CO + H₂O + তাপ + আলো
📍 মোম + O₂→CO₂ + H₂O + তাপ + আলো
⚗️ নিচের বিক্রিয়াটি লক্ষ কর এবং 139 ও 140 নং প্রশ্নের উত্তর দাও :
মোম + O₂ → X + H₂O + তাপ + আলো
139. X যৌগটির সংকেত কোনটি?    (অনুধাবন)
📍 CO₂
(খ) CO
(গ) CH₄
(ঘ) H₂
140. উদ্দীপকের বিক্রিয়াটিতে-(উচ্চতর দক্ষতা)
i. তাপ উৎপন্ন হয়
ii. দহন ঘটে
iii. ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
⚗️ গলন ও স্ফুটন
- কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। গলন চলাকালীন অবস্থায় পদার্থের তাপমাত্রা স্থির থাকে।
- কোনো তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে। স্ফুটন চলাকালীন অবস্থায় পদার্থের তাপমাত্রা স্থির থাকে।
- পদার্থের গলন ও স্ফুটন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে থাকে।
- স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলনাংক বলে।
- স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাংক বলে।
141. বরফের গলনাংক কত? (জ্ঞান)
(ক) 100°C
📍 0°C
(গ) 4°C
(ঘ) 6°C
142. যে তাপমাত্রায় কঠিন হতে তরলের সৃষ্টি হয় তাকে কী বলা হয়? (জ্ঞান)
(ক) তাপমাত্রা
(খ) স্ফুটনাংক
📍 গলনাংক
(ঘ) উত্তাপ
143. গলন ও স্ফুটন চলাকালীয় অবস্থায় পদার্থের তাপমাত্রা কেমন থাকে? (অনুধাবন )
📍 স্থির থাকে
(খ) সর্বোচ্চ হয়
(গ) সর্বনিম্ন হয়
(ঘ) 100°C হয়
144. কোনো তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? (জ্ঞান)
(ক) গলন
📍 স্ফুটন
(গ) গলনাংক
(ঘ) স্ফুটনাংক
145. কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? (জ্ঞান)
📍 গলন
(খ) স্ফুটন
(গ) গলনাংক
(ঘ) স্ফুটনাংক
146. যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হয়, তাকে কী বলা হয়? (জ্ঞান)
(ক) গলন
(খ) বিগলন
(গ) গলনাংক
📍 স্ফুটনাংক
147. কঠিন তরল গ্যাস; নিচের কোন পদার্থটি উপরের প্রক্রিয়াটির ব্যতিক্রম আচরণ করে? (অনুধাবন)
(ক) আয়রন
(খ) অক্সিজেন
📍 Kর্পূর
(ঘ) পটাসিয়াম ক্লোরাইড
148. কঠিন পদার্থকে তাপ দিয়ে গলনাঙ্কে পৌঁছালে কী ঘটে? (অনুধাবন)
(ক) গ্যাসে পরিণত হয়
📍 তরলে পরিণত হয়
(গ) কণাসমূহের গতিশক্তি হ্রাস পায়
(ঘ) কণাসমূহের আন্তঃআণবিক দূরত্ব কমে যায়
149. তরলকে তাপ দিয়ে স্ফুটনাংকে নিলে কী ঘটে? (অনুধাবন)
(ক) তরলের কণাগুলোর গতিশক্তি হ্রাস পায়
(খ) তরলের কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়
📍 তরলের গতিশক্তি, আন্তঃআণবিক শক্তিকে অতিক্রম করে
(ঘ) তরলের কণাসমূহ বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে
150. চাপ পরিবর্তনে স্ফুটনাঙ্কের কেমন পরিবর্তন হয়? (অনুধাবন)
(ক) কমে
(খ) বাড়ে
(গ) পরিবর্তন হয় না
📍 পরিবর্তিত হয়
151. চাপ কমলে স্ফুটনাঙ্কের কেমন পরিবর্তন হয়? (অনুধাবন)
📍 Kমে
(খ) বাড়ে
(গ) দ্বিগুণ হারে কমে
(ঘ) দ্বিগুণ হারে বাড়ে
152. প্রমাণ চাপ বলতে কী বোঝায়? (অনুধাবন)
📍 এক বায়ুমণ্ডলীয় চাপ
(খ) 760 পস উচ্চতাবিশিষ্ট পারদ স্তম্ভের চাপ
(গ) 760 স উচ্চতার পারদ স্তম্ভের চাপ
(ঘ) 273 বায়ুমণ্ডলীয় চাপ
153. গলনাঙ্কে পৌঁছালে কী হয়? (অনুধাবন)
(ক) তরল পদার্থ ফুটতে শুরু করে
(খ) তরল পদার্থ বাষ্পে পরিণত হয়
📍 কঠিন পদার্থ তরলে পরিণত হয়
(ঘ) কঠিন পদার্থ বাষ্পে পরিণত হয়
154. কঠিন তরল গ্যাস; এটি কী প্রকাশ করে? (প্রয়োগ)
(ক) পদার্থের রাসায়নিক অবস্থা
(খ) পদার্থের ভৌত অবস্থা
(গ) পদার্থের প্রকৃতি ও ধরন
📍 পদার্থের অবস্থা পরিবর্তন
155. স্ফুটনাংক কিসের ওপর নির্ভরশীল? (উচ্চতর দক্ষতা)
(ক) তাপের ওপর
(খ) চাপের ওপর
(গ) শক্তির ওপর
📍 আন্তঃআণবিক শক্তির ওপর
156. স্বাভাবিক চাপ বলতে কী বোঝায়? (জ্ঞান)
(ক) ঙatm
(খ) 1 atm
(গ) 25 atm
(ঘ) 100 atm
157. কোনটির গলনাংক সর্বাধিক? (অনুধাবন)
(ক) C₈H₁₈
(খ) C₉H₂₀
(গ) C₁₆H₃₄
(ঘ) C₂₀H₄₂
158. পানির হিমাংক কত? (জ্ঞান)
(ক) 0°C
(খ) 10°C
(গ) 25°C
(ঘ) 100°C
159. কোন প্রক্রিয়ায় আন্তঃআণবিক আকর্ষণশক্তি দুর্বলতর হয়? (অনুধাবন)
(ক) ঘনীভবন
(খ) শীতলীকরণ
(গ) কেলাসন
(ঘ) বাষ্পীভবন
161. গলন ও স্ফুটন-(উচ্চতর দক্ষতা)
i. নির্দিষ্ট চাপে ঘটে
ii. নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে
iii. তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়
নিচের কোনটি সঠিক?
📍 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
162. নির্দিষ্ট চাপে ও তাপমাত্রায় ঘটে- (অনুধাবন)
i. গলন
ii. স্ফুটন
iii. বাষ্পীভবন
নিচের কোনটি সঠিক?
📍 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
163. সুপ্ততাপে- (অনুধাবন)
i. তাপমাত্রার পরিবর্তন হয়
ii. তাপমাত্রার পরিবর্তন হয় না
iii. পদার্থের অবস্থার পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
📍 ii ও iii
(ঘ) i, ii ও iii
⚗️ ঊর্ধ্বপাতন
কোনো কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে এবং বাষ্পকে সরাসরি তরলে রূপান্তরকরণকে ঊর্ধ্বপাতন বলে।
- ঊর্ধ্বপাতন পদ্ধতিতে উদ্বায়ী পদার্থকে অনুদ্বায়ী পদার্থ থেকে পৃথক করা যায়।
- ঊর্ধ্বপাতন → কঠিন পদার্থ বাষ্প
- ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, কঠিন CO₂ ইত্যাদি পদার্থের ঊর্ধ্বপাতন হয়।
168. কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
(ক) গলন
(খ) বাষ্পীভবন
📍 ঊর্ধ্বপাতন
(ঘ) রাসায়নিক পরিবর্তন
169. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ? (অনুধাবন)
(ক) তুঁতে
(খ) বালি
📍 ইথার
(ঘ) লবণ
170. কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? (অনুধাবন)
(ক) CaCl₂
📍 NH₄Cl
(গ) NaCl
(ঘ) FeCl3
171. কোন পদার্থটি তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয়? (অনুধাবন)
(ক) NaCl (s)
(খ) H₂O (s)
📍 I2(s)
(ঘ) CuSO₄. 5H₂O(s)
172. কোনটি ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে প্রযোজ্য? (অনুধাবন)
(ক) গ্যাস→তরল
(খ) তরল→গ্যাস
📍 কঠিন→গ্যাস
(ঘ) কঠিন→তরল
173. কোনগুলো ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ? (অনুধাবন)
(ক) নিশাদল, পারদ, তুঁতে
(খ) খাবার লবণ, তুঁতে, নিশাদল
📍 ইথার, নিশাদল, আয়োডিন
(ঘ) ইথার, নিশাদল, খাবার লবণ
174. আয়োডিন ও চক পাউডার একসাথে মিশে গেলে তা কোন প্রণালির সাহায্যে পৃথক করা যায়? (প্রয়োগ)
(ক) ছাকন
📍 ঊর্ধ্বপাতন
(গ) বাষ্পীভবন
(ঘ) পাতন
175. কঠিন পদার্থ তরল গ্যাসনিচের কোন পদার্থটি উপরের প্রক্রিয়াটির ব্যতিক্রম? (উচ্চতর দক্ষতা)
(ক) সালফার
(খ) অক্সিজেন
📍 আয়োডিন
(ঘ) তুঁতে
176. কঠিন পদার্থ বাষ্প এই প্রক্রিয়া নিচের কোনটিতে সংঘটিত হয়? (উচ্চতর দক্ষতা)
(ক) খাবার লবণ
(খ) মরিচা
(গ) ক্যালসিয়াম ক্লোরাইড
📍 নিশাদল
177. উর্ধ্বপাতনের ক্ষেত্রে কোনটি ঘটে?
(ক) কঠিন→ তরল
(খ) তরল → গ্যাস
📍 কঠিন → গ্যাস
(ঘ) তরল → কঠিন
178. উর্ধ্বপাতিত হয় কোনটি?    (অনুধাবন)
(ক) CO₂
(খ) NaCl
📍 I2
(ঘ) SO₂
179. কোন মিশ্রণটিকে উর্ধ্বপাতন প্রক্রিয়ায় পৃথক করা সম্ভব? (প্রয়োগ)
(ক) লবণ ও চিনি
(খ) পানি ও চিনি
(গ) বরফ ও কপার সালফেট
(ঘ) বরফ ও কর্পূর
180. আয়োডিন, নিশাদল ও ন্যাপথালিন- (অনুধাবন)
i. ঊর্ধ্বপাতিত হবে
ii. তাপে তরল থেকে বাষ্পে পরিণত হবে
iii. তাপে কঠিন থেকে বাষ্পে পরিণত হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
181. খোলাপাত্রে রেখে দিলে উড়ে যায়- (অনুধাবন)
i. অ্যামোনিয়া
ii. আয়োডিন
iii. ন্যাপথালিন
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
📍 ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদ পড় এবং 182 ও 18৩নং প্রশ্নের উত্তর দাও :
রিনির বাবা তাদের আলমারিতে পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কিছু যৌগ রাখলেন। কিছুদিন পরে দেখা গেল যৌগগুলো অদৃশ্য হয়ে গেছে।
182. আলমারিতে রাখা যৌগটি কী? (প্রয়োগ)
📍 ন্যাপথালিন
(খ) খাবার লবণ
(গ) বেনজয়িক এসিড
(ঘ) অ্যামোনিয়াম ক্লোরাইড
183. আলমারিতে রাখা যৌগগুলো- (উচ্চতর দক্ষতা)
i. ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধিত হয়
ii. কঠিন থেকে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়
iii. কঠিন বাষ্প এ প্রক্রিয়া সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
184. ঘরবাড়িতে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়?
(ক) হাইড্রোজেন
(খ) অক্সিজেন
(গ) ইথেন
📍 মিথেন
185. H₂ এর চেয়ে CO₂ এর নিঃসরণের হার কম কেন?
(ক) CO₂ এর চেয়ে H₂ ভারী বলে
📍 H₂ এর চেয়ে CO₂ ভারী বলে
(গ) H₂ ও CO₂ উভয়ের ভর একই বলে
(ঘ) CO₂ এর চেয়ে H₂ এর ঘনত্ব বেশি বলে
186. নিঃসরণ প্রক্রিয়ায় গ্যাসের অণুসমূহ কী করে?
📍 উচ্চচাপে অঞ্চলে হতে নিম্নচাপ অঞ্চলে যায়
(খ) নিম্নচাপ থেকে উচ্চচাপ অঞ্চলে যায়
(গ) অনেক বড় ছিদ্র পথে বের হয়
(ঘ) স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যায়
187. কোন গ্যাসকে অধিক চাপ প্রয়োগে CNG তে পরিণত করা হয়?
(ক) CO₂
📍 CH₄
(গ) C₂H₆
(ঘ) He
188. কোন গ্যাসের নিঃসরণের হার সবচেয়ে বেশি?
(ক) NH₃
📍 C₂H₆
(গ) O₂
(ঘ) CO₂
189. সিলিন্ডার থেকে কোনটি দ্রুত নির্গত হবে?
📍 মিথেন
(খ) প্রোপেন
(গ) বিউটেন
(ঘ) অক্সিজেন
190. বস্তুর ভর ও Nনত্ব বেশি হলে নিঃসরণের হার কী হয়? (জ্ঞান)
(ক) বৃদ্ধি পায়
📍 হ্রাস পায়
(গ) অপরিবর্তিত
(ঘ) সামান্য
191. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট থাকে?
📍 চাপ ও তাপমাত্রা
(খ) তাপমাত্রা ও আয়তন
(গ) চাপ ও ঘনমাত্রা
(ঘ) চাপ ও আয়তন
192. তাপ, আলো প্রভৃতি কী?
(ক) পদার্থ
📍 শক্তি
(গ) ক্ষমতা
(ঘ) বল
193. নিচের কোনটি তরল পদার্থ?
(ক) CaCO₃
(খ) C₆H₁₂O₆
(গ) CO₂
📍 Hg
194. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
(ক) চিনি
(খ) পানি
(গ) পারদ
📍 অক্সিজেন
195. পারদের কোনটি নির্দিষ্ট?
(ক) আকৃতি, আয়তন
(খ) আকৃতি, ভর
📍 আয়তন, ভর
(ঘ) আকৃতি, আয়তন ও ভর
196. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল?
(ক) কঠিন
(খ) তরল
(গ) গ্যাসীয়
📍 সকল অবস্থায়
197. পানি থেকে তাপ অপসারণ করলে কী হবে?
📍 বরফ
(খ) তরল
(গ) অর্ধতরল
(ঘ) জলীয়বাষ্প
198. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি?
(ক) মধু
(খ) কেরোসিন
📍 চিনি
(ঘ) নাইট্রোজেন
199. তাপ প্রয়োগে পদার্থে সংঘটিত পরিবর্তন কোনটি?
(ক) তরল → কঠিন → বাষ্প
📍 কঠিন → তরল → বাষ্প
(গ) কঠিন → বাষ্প → তরল
(ঘ) বাষ্প → কঠিন → তরল
200. কোন পদার্থটির আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?
(ক) পাথর
📍 কার্বন ডাইঅক্সাইড
(গ) লোহা
(ঘ) পেট্রোল
201. কোনটিতে অণুর গতিশীলতা সবচেয়ে কম?
📍 বরফ
(খ) পানি
(গ) ফুটানো পানি
(ঘ) জলীয় বাষ্প
202. পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে দ্রবীভূত করলে কী বর্ণ ধারণ করবে?
📍 বেগুনি
(খ) নীল
(গ) লাল
(ঘ) হলুদ
203. কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া?
(ক) সালোকসংশ্লেষণ
(খ) জলীয় বাষ্প
📍 ব্যাপন
(ঘ) পারমাণবিক ভর
204. কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
(ক) He
📍 H₂
(গ) O₂
(ঘ) CO₂
205. ব্যাপনের ক্ষেত্রে কোনটিতে কম সময় লাগবে?
(ক) বায়ুতে পেট্রোলের
(খ) পানিতে চিনির
(গ) পানিতে গ্লুকোজের
📍 বায়ুতে অ্যামোনিয়ার
206. গন্ধ বের হয় কোন প্রক্রিয়ায়?
(ক) ব্যাপন
(খ) অনুব্যাপন
📍 নিঃসরণ
(ঘ) অভিস্রবণ
207. ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
(ক) অভিস্রবণ
(খ) বাষ্পমোচন
(গ) প্রস্বেদন
📍 ব্যাপন
208. মোম যখন জ্বলতে থাকে তখন পদার্থের কয়টি অবস্থা একসাথে দেখা যায়?
(ক) 1
(খ) 2
📍 3
(ঘ) 4
209. মোমের দহনের ফলে কোনটি উৎপন্ন হয়?
(ক) CO₂
(খ) H₂O
📍 CO₂(g) ও H₂O(g)
(ঘ) CO₂(g) ও H₂O(𝑙g)
210. মোম কী?
📍 জৈব যৌগ
(খ) কর্বোহাইড্রেট
(গ) অজৈব যৌগ
(ঘ) জ্বালানি
211. জ্বলন্ত মোমে সুতার অগ্রভাগে মোম কোন অবস্থা প্রাপ্ত হয়?
(ক) কঠিন
(খ) তরল
📍 গ্যাসীয়
(ঘ) অর্ধতরল
212. মোম + O₂ → A + H₂O + তাপ + আলো; বিক্রিয়াটিতে উৎপন্ন A যৌগ কোনটি?
(ক) CH₄
📍 CO₂
(গ) CO
(ঘ) C₆H₁₂O₆
213. পদার্থের গলনাঙ্ক কোনটির উপর নির্ভর করে?
📍 নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা
(খ) পদার্থের পরিমাণ
(গ) পদার্থের আণবিক ভর
(ঘ) বস্তুর ভর ও ঘনত্ব
216. NH₃, CO ও H₂S প্রভৃতির বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
i. আকৃতি আছে
ii. আয়তন আছে
iii. ভর আছে
নিচের কোনটি সঠিক?
(ক) ii
📍 iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
217. পানি থেকে বরফ সৃষ্টিতে-
i. আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়
ii. আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে যায়
iii. অণুগুলোর গতিশক্তি কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
218. H₂, He ও CO₂ গ্যাসের ক্ষেত্রে-
i. CO₂ এর ব্যাপন সময় সবচেয়ে বেশি
ii. H₂ এর সবচেয়ে কম
iii. He এর সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i
📍 i ও ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
219. মোম একটি-
i. হাইড্রোকার্বন
ii. কার্বোহাইড্রেট
iii. জৈব যৌগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
📍 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
220. মোমের দহনে উৎপন্ন হয়-
i. কার্বন ডাইঅক্সাইড
ii. জলীয়বাষ্প
iii. তাপ ও আলো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
অজানা X বস্তুটির তাপীয় অবস্থা পর্যবেক্ষণ কর এবং 221 ও 22২নং প্রশ্নের উত্তর দাও :
221. X বস্তুর গলনাংক কত?
📍 10°C
(খ) -50°C
(গ) 30°C
(ঘ) 70°C
222. 70°C তাপমাত্রায় বস্তুটির অবস্থা কীরূপ?
(ক) কঠিন
(খ) কঠিন + তরল
(গ) গ্যাসীয়
📍 তরল + গ্যাসীয়
223. হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতির- (প্রয়োগ)
i. ভর আছে
ii. জায়গা দখল করে
iii. জড়তা আছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
224. কোনো বস্তুর ব্যাপন ও নিঃসরণের সাথে বস্তুর ভর ও ঘনত্বের মধ্যে সম্পর্ক- (উচ্চতর দক্ষতা)
i. বস্তুর ভর বাড়লে ব্যাপন হ্রাস পায়
ii. বস্তুর ভর কমলে নিঃসরণ বৃদ্ধি পায়
iii. বস্তুর ঘনত্ব কমলে ব্যাপন ও নিঃসরণ উভয়ই বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
📍 i, ii ও iii
	আরো দেখো:
	
