পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় এমসিকিউ টেস্ট (নবম-দশম)
টপিকঃ গতি
এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায়ঃ গতি এর MCQ প্রশ্ন পাবলিশ করা হলো।
এর আগে গতি অধ্যায়ের নোট পিডিএফ সহ দিয়েছিলাম। পিডিএফ লিংক পোষ্টের নিচে পেয়ে যাবেন।
এই অধ্যায়টি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। তাই এই অধ্যায়ের উপর বেসিক ধারণা না থাকলে পরীক্ষায় এই অধ্যায় থেকে উত্তর করতে পারা যাবে না।
গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক
গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিচে তুলে ধরা হলো। এগুলো এই অধ্যায়ের মৌলিক বিষয়বস্তু।
- গতি কি ও এর প্রকারভেদ সমূহ
- দ্রুতি ও বেগ কি
- ত্বরণ ও মন্দন কি
- দূরত্ব ও সরণ কি
- দূরত্ব, বেগ ও সময়ের সম্পর্ক
- বেগ, সময় ও ত্বরণের সম্পর্ক
- পড়ন্ত বস্তুর সূত্র
- সবকটি সূত্রের প্রতিপাদন
সূত্রের প্রতিপাদন খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সবকটি সূত্রই একে অন্যের সাথে কানেক্টেড। তাই প্রশ্ন যেভাবেই আসুন না কেন, তাতে ঘাবড়ানো যাবে না।
পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় MCQ টেস্ট
এই অধ্যায়ের এমসিকিউ টেস্ট ১৫ টি প্রশ্ন রেখেছি। থিওরি অংশ থেকেও গাণিতিক অংশের দিকে বেশি নজর দিতে হবে।
নিচের লিংক থেকে এমসিকিউ টেস্টে অংশ নিয়ে নিজের দক্ষতা যাচাই করো।
এমসিকিউ টেস্টের উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে। বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও দক্ষতা যাচাইয়ের সুযোগ করে দিন।
ধন্যবাদ।
এসএসসি'২২ শেষ মুহূর্তের প্রস্তুতি (10 Minute School)
এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল আনতে প্রয়োজন শেষ মুহূর্তের অভিজ্ঞ শিক্ষকের সঠিক নির্দেশনায় পড়াশোনা করা। আর তাই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে এসএসসি ২২ ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স!
কোর্সে থাকছেঃ
- ৫ টি বিষয় ( সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন )
- ৩৫টি লাইভ ক্লাস
- ৩৫টি লেকচার শিট
আরো পড়ুনঃ

