বিষয়ঃ রসায়ন
অধ্যায়ঃ ৪র্থ (পর্যায় সারণী)
রসায়ন মানেই হলো ক্রিয়া-বিক্রিয়া। কিন্তু ক্রিয়া-বিক্রিয়া ঘটে কিসে, অংশ নেয় কে তা মোটামুটি সবাই জানি। নবম-দশম শ্রেণীর রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো ৪র্থ অর্থাৎ পর্যায় সারণীর অধ্যায়। এখান থেকে কমপক্ষে ২ টি অথবা ১ টি সৃজনশীল থাকবেই।
পর্যায় সারণী কি?
আমরা জানি, রসায়ন শাস্ত্রে এখন পর্যন্ত ১১৮ টি মৌল আবিষ্কৃত হয়েছে। এইসব মৌলগুলোকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে সারণীতে স্থান দেওয়া হয়েছে সেটাই হলো পর্যায় সারণী।
এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেমন, ইলেকট্রন বিন্যাস, পর্যায় ও গ্রুপ নির্ণয়, বিভিন্ন পর্যায়ভিত্তি সম্পর্ক ইত্যাদি - এগুলোর উপর ভালো আয়ত্ত থাকতেই হবে। নইলে উপরের লেভেলে গেলে কিছুই বোঝা যাবে না।
পর্যায় সারণী অধ্যায়ের চমৎকার একটি নোট পাবলিশ করেছি। নোটের পিডিএফ নিচে দেওয়া হয়েছে।
পিডিএফ ডাউনলোড
PDF
SSC Chemistry Ch 4
আরো দেখোঃ
©Credit: SSC note by Hina

























