English 2nd- Tense & Transformation of Sentence
যেকোন ভাষার মূল হৃদয় হলো ওই ভাষার ব্যাকরণ বা যাকে বলে গ্রামার। আমাদের শিক্ষার্থীদের নিকট এক দুর্বিষহ বিষয় হলো ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশ। এই অংশে নানানপ্রকার টপিক রয়েছে।
সবচেয়ে বেশি যা বেদনাদায়ক অনেকের কাছে লাগে তা হলো Tense, Narration, Transformation of Sentence, Right forms of verb ইত্যাদি। এগুলো এত আহামরি কঠিন কিছুনা। কিছু বেসিক নিয়মতো অবশ্যই আছে। সেই নিয়ম ধরে ধরে শিখলে একবারে আজীবন এগুলো মনে থাকা কোন ব্যাপারই না। আর সাথে থাকা চাই অবশ্যই কিছু টেকনিক। এই জিনিসটিই দ্রুত শিখতে সহায়তা করে সবচেয়ে বেশি।
আজকের পোষ্টে আমরা তুলে ধরবো Tense ও Transformation of Sentence এর চমৎকার একটি হ্যান্ডনোট। আশা করছি এর মাধ্যমে তোমরা Tense ও Transformation of Sentence এর টেকনিকগুলো বুঝতে পারবে। গ্রামারের অন্যান্য টপিকগুলো পরবর্তীতে প্রকাশ করা হবে।
Tense (ক্রিয়ার কাল)
Transformation of Sentence (বাক্যান্তর)
হ্যান্ডনোটটি দ্বারা উপকৃত হয়ে থাকলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। এছাড়াও কমেন্টবক্সে জানাতে পারো তোমাদের কি কি নোট লাগবে। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এখান থেকে...
আরো দেখো-
©Credit: Anisha















