Grab4Learn v2.1 is now available on Android
Min: android 4.4+ | Max: android 11
Download

এসএসসি জীববিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | SSC Biology Chapter 1 MCQ with Answer

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link
Congrats! Link has Generated

এসএসসি জীববিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান
প্রথম অধ্যায়

এসএসসি জীববিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
🔬 এন্টোমোলজি
(খ) ইকোলজি
(গ) এন্ডোক্রাইনোলজি
(ঘ) মাইক্রোবায়োলজি

২. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের উপদল সম্পর্কে জানা
ii. জীবের এককের নামকরণ করতে পারা
iii. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii
🔬 i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : ফ্ল্যাজেলা যুক্ত লেজ বিদ্যমান। 
৩. জীবটির নাম কী?
(ক) অ্যামিবা
(খ) ডায়াটম
(গ) প্যারামেসিয়াম
🔬 ব্যাকটেরিয়া

৪. উদ্দীপকের জীবটির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা চলনে সক্ষম
ii. এরা খাদ্য তৈরিতে অক্ষম
iii. তাদের নিউক্লিয়াস সুগঠিতনিচের কোনটি সঠিক?
🔬 i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

৫. Nymphea nouchali নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
(ক) পাট
🔬 শাপলা
(গ) আম
(ঘ) জবা

৬. কোন তন্ত্রটি পেশিকে চালনা করে?
(ক) রেচনতন্ত্র
(খ) পেশিতন্ত্র
(গ) প্রজননতন্ত্র
🔬 স্নায়ুতন্ত্র

৭. নিচের কোনটি স্বভোজী?
(ক) এগারিকাস
🔬 আমগাছ
(গ) স্বর্ণলতা
(ঘ) T. M. V

৮. আরশোলার বৈজ্ঞানিক নাম কী?
(ক) Copsychus saularis
(খ) Plasmodium vivax
(গ) Apis indica
🔬 Periplaneta americana

৯. কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির?
(ক) অ্যামিবা
(খ) ডায়াটম
🔬 পেনিসিলিয়াম
(ঘ) প্যারামেসিয়াম

১০. জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
(ক) ইকোলজি
(খ) হিস্টোলজি
(গ) এন্টোমোলজি
🔬 ইভোলিউশন

১১. কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
🔬 ঈস্ট
(খ) ডায়াটম
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) প্যারামেসিয়াম

১২. কোনটি সুপার কিংডম?
(ক) মনেরা
(খ) প্রোটিস্টা
🔬 প্রোক্যারিওটা
(ঘ) প্লানটি

১৩. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
🔬 জীববিজ্ঞান
(খ) কৃষিবিজ্ঞান
(গ) বনবিজ্ঞান
(ঘ) সমুদ্রবিজ্ঞান

১৪. জীববিজ্ঞানের জনক কে?
(ক) ডারউইন
🔬 অ্যারিস্টটল
(গ) কেলভিন
(ঘ) মেন্ডেল

১৫. গোল আলুর বৈজ্ঞানিক নাম কী?
(ক) Oryza sativa
(খ) Nymphea nouchali
🔬 Solanum tuberosum
(ঘ) Mangifera indica

১৬. অ্যারিস্টটল ছিলেন-
🔬 দার্শনিক
(খ) চিকিৎসক
(গ) কবি
(ঘ) শিক্ষক

১৭. নিচের কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি ঘটে?
(ক) অ্যামিবা
(খ) প্যারামেসিয়াম
(গ) ডায়াটম
🔬 পেনিসিলিয়াম

১৮. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
(ক) বিবর্তন বিদ্যা
(খ) বংশগতি বিদ্যা
🔬 বন্যপ্রাণি বিদ্যা
(ঘ) শারীর বিদ্যা

১৯. নিচের কোনটি স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি করে?
(ক) ডায়াটম
🔬 ঈস্ট
(গ) নস্টক
(ঘ) ব্যাকটেরিয়া

২০. জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কোনটি?
(ক) Oryza sativa
🔬 Nymphea nouchali
(গ) Hibiscus rosasinensis
(ঘ) Artocarpus heterophyllus

নিচের তথ্যটি লক্ষ কর এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও : দোয়েল পাখি
২১. চিত্রের জীবটির কোষ বিভাজন কিভাবে ঘটে?
(ক) মিয়োসিস
(খ) কনজুগেশন
🔬 মাইটোসিস
(ঘ) দ্বি-বিভাজন

২২. চিত্রের জীবটির বৈশিষ্ট্য-
i. নিউক্লিয়াস সুগঠিত
ii. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত
iii. শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণনিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
🔬 i, ii ও iii

জীববিজ্ঞানের ধারণা ও জীববিজ্ঞানের শাখাসমূহ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. ‘Biology’ শব্দটি কোন ভাষা থেকে আগত? (জ্ঞান)
🔬 ল্যাটিন
(খ) গ্রিক
(গ) জার্মান
(ঘ) ফ্রান্স

২৪. Biology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? (জ্ঞান)
(ক) Bio ও logus
(খ) Bios ও logic
(গ) Bious ও logus
🔬 Bios ও logos

২৫. গ্রিক শব্দ ‘Bios’ এর অর্থ কী? (জ্ঞান)
🔬 জীবন
(খ) জ্ঞান
(গ) আবিষ্কার
(ঘ) বায়ু

২৬. গ্রিক শব্দ ‘Logos’ এর অর্থ কোনটি? (জ্ঞান)
(ক) ধ্যান
🔬 জ্ঞান
(গ) জীবন
(ঘ) প্রাণী

২৭. জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে প্রধান কয়টি শাখায় ভাগ করা হয়? (জ্ঞান)
🔬 দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ

২৮. জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটলের জীবনকাল কত? (জ্ঞান)
(ক) খ্রিষ্টপূর্ব ৪২২-৩৮৪
🔬 খ্রিষ্টপূর্ব ৩৮৪-৩২২
(গ) খ্রিষ্টপূর্ব ৩২২-২৫৬
(ঘ) খ্রিষ্টপূর্ব ২৫৬-১৮৯

২৯. অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন? (জ্ঞান)
(ক) জার্মানি
(খ) ইরাক
🔬 গ্রিস
(ঘ) মিশর

৩০. প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? (জ্ঞান)
(ক) পদার্থবিজ্ঞান
(খ) রসায়ন
(গ) সামাজিক বিজ্ঞান
🔬 জীববিজ্ঞান

৩১. Parasitology-তে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়?
(ক) ভাইরাস
(খ) শৈবাল
🔬 পরজীবী
(ঘ) কীটপতঙ্গ

৩২. নিচের কোন শাখায় জীবের ভ্রুণের পরিস্ফ‚টন সম্পর্কে আলোচনা করা হয়? (অনুধাবন)
(ক) Histology
(খ) Cytology
🔬 Embryology
(ঘ) Physiology

৩৩. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান কোনটি? (জ্ঞান)
(ক) অঙ্গসংস্থান বিদ্যা
🔬 বাস্তুবিদ্যা
(গ) শারীর বিদ্যা
(ঘ) জেনেটিক্স

৩৪. কীটপতঙ্গ ও পরজীবী সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়? (জ্ঞান)
(ক) ফাইকোলজি ও মাইকোলজি
(খ) এমব্রায়োলজি ও এন্টোমোলজি
🔬 প্যারাসাইটোলজি ও এন্টোমোলজি
(ঘ) এন্টোমোলজি ও ফাইকোলজি

৩৫. কোনটি বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান? (অনুধাবন)
🔬 Wildlife
(খ) Forestry
(গ) Agriculture
(ঘ) Morphology

৩৬. মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কে বিজ্ঞান কোনটি? (অনুধাবন)
(ক) ফার্মেসি
🔬 বায়োটেকনোলজি
(গ) বায়োকেমিস্ট্রি
(ঘ) প্যারাসাইটোলজি

৩৭. এন্ডোক্রাইনোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? (জ্ঞান)
(ক) এনজাইম
🔬 হরমোন
(গ) যকৃত
(ঘ) কোষ

৩৮. নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়? (অনুধাবন)
(ক) জিন প্রযুক্তি
🔬 ট্যাক্সোনমি
(গ) প্রত্নতত্ত্ববিদ্যা
(ঘ) বন্য প্রাণীবিদ্যা

৩৯. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিচের কোন শাখার আলোচ্য বিষয়? (অনুধাবন)
(ক) Entomology
(খ) Morphology
🔬 Ecology
(ঘ) Histology

৪০. এন্ডোক্রাইনোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? (জ্ঞান)
(ক) কোষ
(খ) দৈহিক গঠন
🔬 হরমোন
(ঘ) পরজীবী

৪১. বিজ্ঞানের কোন শাখা পাঠে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক সম্বন্ধে জানা যায়? (জ্ঞান)
🔬 অণুজীববিজ্ঞান
(খ) পরজীবীবিদ্যা
(গ) কীটতত্ত্ব
(ঘ) জীবপ্রযুক্তি

৪২. জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কী কী? (জ্ঞান)
(ক) জড় ও জীব
(খ) কৃষি ও বন
🔬 উদ্ভিদ ও প্রাণী
(ঘ) পদার্থ ও রসায়ন

৪৩. কোন শাখায় টিস্যুর গঠন, বিন্যাস ও কার‌্যাবলি আলোচনা হয়? (জ্ঞান)
(ক) এমব্রায়োলজি
🔬 হিস্টোলজি
(গ) সাইটোলজি
(ঘ) ইকোলজি

৪৪. Oceanography কী সম্পর্কিত বিজ্ঞান? (জ্ঞান)
🔬 সামুদ্রিক জীব
(খ) পরিবেশ
(গ) মানবজীবন
(ঘ) বন্যপ্রাণী

৪৫. বন সম্পর্কে আলোচনাকে কী বলে? (অনুধাবন)
(ক) জীব প্রযুক্তি
🔬 ফরেস্ট্রি
(গ) হর্টিকালচার
(ঘ) মৃত্তিকাবিজ্ঞান

৪৬. জৈব রাসায়নিক কাজ সম্পর্কীয় বিজ্ঞান কোনটি? (অনুধাবন)
(ক) হিস্টোলজি
(খ) অঙ্গসংস্থান
🔬 শারীরবিদ্যা
(ঘ) বায়োলজি

৪৭. পতঙ্গ সম্বন্ধে অধ্যয়ন করে কোন বিজ্ঞান? (জ্ঞান)
🔬 কীটতত্ত্ব
(খ) বন্যপ্রাণিবিদ্যা
(গ) কৃষিবিজ্ঞান
(ঘ) পতঙ্গতত্ত্ব বিদ্যা

৪৮. জীবের অভ্যন্তরীণ অঙ্গ সম্পর্কে জ্ঞান অর্জনকে কী বলে? (অনুধাবন)
(ক) মরফোলজি
🔬 হিস্টোলজি
(গ) অ্যানাটমি
(ঘ) ফিজিওলজি

৪৯. পরজীবী সম্পর্কিত জীববিজ্ঞানের শাখা কোনটি? (অনুধাবন)
(ক) কীটতত্ত্ব
(খ) অণুজীববিজ্ঞান
🔬 পরজীবীবিদ্যা
(ঘ) বায়োইনফরমেটিকস

৫০. জীবের জীবাশ্মঘটিত বিজ্ঞানকে কী বলে? (অনুধাবন)
(ক) জীবপ্রযুক্তি
(খ) বায়োইনফরমেটিকস
(গ) জীব ভূগোল
🔬 প্রত্নতত্ত্ববিদ্যা

৫১. প্রযুক্তি নির্ভর জীবের সঠিক তথ্য পাওয়াকে কী বলে? (জ্ঞান)
🔬 বায়োইনফরমেটিকস
(খ) বায়োটেকনোলজি
(গ) জিন প্রযুক্তি
(ঘ) জীবপরিসংখ্যান বিদ্যা

৫২. আমরা জীবাশ্ম সম্বন্ধে জানতে পারি জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
(ক) কীটতত্ত্ব বিভাগে
🔬 প্রত্নতত্ত্ববিদ্যায়
(গ) জীবপ্রযুক্তিবিদ্যায়
(ঘ) বায়োইনফরমেটিকস শাখায়

৫৩. রোগ সম্বন্ধে সঠিক ধারণা জানা যায় জীববিজ্ঞানের কোন শাখার সাহায্যে? (উচ্চতর দক্ষতা)
(ক) শারীরবিদ্যা
(খ) জীবপ্রযুক্তি
(গ) অণুজীববিজ্ঞান
🔬 প্রাণরসায়ন

৫৪. বন সংরক্ষণ বিষয়ে জ্ঞান অর্জন করা যায় জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
(ক) বাস্তুবিদ্যা
(খ) জীবভ‚গোল
🔬 বনবিজ্ঞান
(ঘ) বন্যপ্রাণিবিদ্যা

৫৫. জীবের আন্তঃসম্পর্ক ও বন্যপ্রাণী সম্বন্ধে আমরা জানতে পারব জীববিজ্ঞানের কোন শাখায়? (অনুধাবন)
(ক) বাস্তুবিদ্যা ও জীবভ‚গোলে
(খ) বাস্তুবিদ্যা ও বনবিজ্ঞানে
🔬 বাস্তুবিদ্যা ও বন্যপ্রাণিবিদ্যায়
(ঘ) বাস্তুবিদ্যা ও পরিবেশবিজ্ঞানে

৫৬. নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা? (উচ্চতর দক্ষতা)
(ক) প্রাণ রসায়ন ও শারীরবিদ্যা
🔬 শারীরবিদ্যা ও বাস্তুবিদ্যা
(গ) জেনেটিক্স ও জিনপ্রযুক্তি
(ঘ) পরিবেশবিজ্ঞান ও বাস্তুবিদ্যা

৫৭. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? (উচ্চতর দক্ষতা)
🔬 প্রাণরসায়ন ও ফার্মেসি
(খ) শারীরবিদ্যা ও বাস্তুবিদ্যা
(গ) জেনেটিক্স ও জিনপ্রযুক্তি
(ঘ) পরিবেশবিজ্ঞান ও বিবর্তনবিদ্যা

৫৮. ক্যান্সার ও অন্যান্য রোগ সম্বন্ধে তথ্য আমরা পাই জীববিজ্ঞানের কোন শাখায়? (উচ্চতর দক্ষতা)
(ক) শারীরবিদ্যা
(খ) ফার্মেসি
🔬 বায়োইনফরমেটিক্স
(ঘ) এন্ড্রোক্রাইনোলজি

৫৯. জীববিজ্ঞান শিক্ষার জন্য সঠিক উক্তি কোনটি? (প্রয়োগ)
(ক) বিভিন্ন অঙ্গের গঠন সম্বন্ধে জানা যায়
🔬 বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করা
(গ) বিভিন্ন উদ্ভিদ সম্বন্ধে জ্ঞান লাভ করা
(ঘ) বিভিন্ন প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০. ফলিত জীববিজ্ঞানের শাখা-
i. পরজীবীবিদ্যা
ii. প্রাণরসায়ন
iii. বংশগতিবিদ্যা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
🔬 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৬১. ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয়-
i. দৈহিক গঠন
ii. প্রাণরাসায়নিক কার‌্যাবলি
iii. শ্রেণিবিন্যাস ও রীতিনীতি
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
(ক) i ও ii
🔬 i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৬২. Biology শব্দটি এসেছে-
i. Bios থেকে
ii. Logos থেকে
iii. বাস্তুবিদ্যা থেকে
নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
🔬 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৬৩. প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের জন্য আমাদের জানতে হবে-
i. বাস্তুবিদ্যা
ii. বনবিজ্ঞান ও বন্যপ্রাণিবিদ্যা
iii. পরিবেশবিজ্ঞান
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
🔬 i, ii ও iii

নিচের অনুচ্ছেদ পড় এবং ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
Biology শব্দটি bios এবং logos এর সমন্বয়ে গঠিত।
৬৪. উক্ত শব্দের দ্বিতীয় অংশের অর্থ কী? (প্রয়োগ)
(ক) জীবন
🔬 জ্ঞান
(গ) প্রাণী
(ঘ) উদ্ভিদ

৬৫. উক্ত শব্দটি-
i. ল্যাটিন শব্দের পরিভাষা
ii. প্রকৃতিবিজ্ঞানের প্রাচীনতম শাখা
iii. প্রধানত তিনটি শাখায় বিভক্ত
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
🔬 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৬৬. শ্রেণিবিন্যাসবিদ্যার অপর নাম কী? (জ্ঞান)
(ক) Classification
(খ) Catagorization
🔬 Taxonomy
(ঘ) Organization

৬৭. প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস কোন দেশের অধিবাসী? (জ্ঞান)
(ক) ইংল্যান্ড
(খ) আমেরিকা
(গ) অস্ট্রেলিয়া
🔬 সুইডেন

৬৮. নিচের কোনটি ‘ট্যাক্সোনমি’-এর আলোচ্য বিষয়? (অনুধাবন)
(ক) জীবের অঙ্গসংস্থানিক গঠন
🔬 জীবের শ্রেণিবিন্যাস
(গ) টিস্যুসমূহের গঠন
(ঘ) জীবদেহে হরমোনের কার্যকারিতা

৬৯. আজ পর্যন্ত প্রায় কত প্রাণী প্রজাতির নামকরণ করা সম্ভব হয়েছে? (জ্ঞান)
(ক) চার লক্ষ
🔬 তের লক্ষ
(গ) বিশ লক্ষ
(ঘ) পঁচিশ লক্ষ

৭০. আজ পর্যন্ত প্রায় কত উদ্ভিদ প্রজাতির নামকরণ করা সম্ভব হয়েছে? (জ্ঞান)
🔬 চার লক্ষ
(খ) আট লক্ষ
(গ) তের লক্ষ
(ঘ) পনের লক্ষ

৭১. সর্বপ্রথম জীবের পূর্ণ নামকরণের ভিত্তি কে প্রবর্তন করেন? (জ্ঞান)
(ক) অ্যারিস্টটল
(খ) সালিম আলী
(গ) থিওফ্রাস্টাস
🔬 লিনিয়াস

৭২. জীবের শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস-এর জীবনকাল কত? (জ্ঞান)
(ক) ৩৮৪-৩২২
(খ) ১৫২৬-১৭০১
🔬 ১৭০৭-১৭৭৮
(ঘ) ১৭৯১-১৮৬৮

৭৩. প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক ছিলেন? (জ্ঞান)
🔬 আপসালা
(খ) মালন্দা
(গ) অক্সফোর্ড
(ঘ) ক্যামব্রিজ

৭৪. শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন? (জ্ঞান)
(ক) ১৭০৭
🔬 ১৭৩৫
(গ) ১৭৭৮
(ঘ) ১৮০১

৭৫. লিনিয়াস জীবজগৎকে কতটি ভাগে ভাগ করেন? (জ্ঞান)
🔬 দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি

৭৬. ট্যাক্সোনমির জনক কে? (জ্ঞান)
(ক) হুকার
🔬 লিনিয়াস
(গ) অ্যারিস্টটল
(ঘ) হুইটটেকার

৭৭. উদ্ভিদবিজ্ঞানের কোন শাখায় শ্রেণিবিন্যাস নিয়ে আলোচনা করা হয়? (জ্ঞান)
🔬 ট্যাক্সোনমি
(খ) মরফোলজি
(গ) জীবভ‚গোল
(ঘ) হিস্টোলজি

৭৮. কোনটির দেহে কোষের ক্রোমোসোম হ্যাপ্লয়েড? (উচ্চতর দক্ষতা)
(ক) ফার্ণবর্গীয় উদ্ভিদ
(খ) নগ্নবীজী উদ্ভিদ
🔬 ফানজাই
(ঘ) অ্যানিমেলিয়া

৭৯. ক্যারোলাস লিনিয়াস-
i. সুইডিশ প্রকৃতিবিদ
ii. সর্বপ্রথম জীবের নামকরণের ভিত্তি প্রবর্তন করেন
iii. তিনি অসংখ্য জীব নমুনার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
🔬 i, ii ও iii

৮০. শ্রেণিবিন্যাসের লক্ষ্য-
i. জীবজগৎকে সহজ এবং সঠিকভাবে জানা
ii. অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে জীব সম্বন্ধে জানা
iii. উদ্ভিদ এবং প্রাণিজগৎ আলাদা করা
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
🔬 i, ii ও iii

৮১. শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য-
i. প্রতিটি দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ
ii. উদ্ভিদজগতের বিভিন্নতার প্রতি আলোকপাত
iii. শ্রেণিবিন্যাসের প্রতিটি এককের নাম প্রদানের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
(ক) i
(খ) ii
(গ) iii
🔬 i, ii ও iii

নিচের অনুচ্ছেদ পড় এবং ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
জীববিজ্ঞানের একটি নির্দিষ্ট শাখার সাহায্যে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী অল্প পরিশ্রমে ও অল্প সময়ে জানা যায়।
৮২. জীববিজ্ঞানের উক্ত শাখার প্রবর্তক কে? (প্রয়োগ)
(ক) মেন্ডেল
(খ) ডারউইন
🔬 লিনিয়াস
(ঘ) অ্যারিস্টটল

৮৩. উক্ত শাখার উদ্দেশ্য-
i. প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা
ii. প্রতিটি জীবকে শনাক্ত করে নামকরণের ব্যবস্থা করা
iii. জীববিজ্ঞান নির্ভর তথ্য প্রদান করা
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
🔬 i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৮৪. অ্যানিমেলিয়া রাজ্যের জীবদেহে নিচের কোনটি উপস্থিত? (অনুধাবন)
(ক) জড় কোষপ্রাচীর
(খ) প্লাস্টিড
🔬 মাইটোকন্ড্রিয়া
(ঘ) বড় কোষগহŸর

৮৫. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব? (জ্ঞান)
🔬 মনেরা
(খ) প্রোটিস্টা
(গ) ফানজাই
(ঘ) প্লান্টি

৮৬. ফানজাই এর দেহকে কী বলে? (জ্ঞান)
(ক) সূত্র
🔬 মাইসেলিয়াম
(গ) কালোনি
(ঘ) হাইফা

৮৭. মাশরুমের কোষে নিচের কোনটি অনুপস্থিত? (অনুধাবন)
(ক) নিউক্লিয়াস
🔬 ক্লোরোপ্লাস্ট
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) রাইবোজোম

৮৮. অ্যানিমোলিয়া রাজ্যের জীবদেহে নিচের কোনটি উপস্থিত? (অনুধাবন)
(ক) প্লাস্টিড
🔬 মাইটোকন্ড্রিয়া
(গ) জড় কোষপ্রাচীর
(ঘ) বড় কোষগহবর

৮৯. মারগুলিস সমস্ত জীবজগৎকে কয়টি সুপার কিংডমে ভাগ করেন? (জ্ঞান)
🔬 ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

৯০. কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়? (জ্ঞান)
(ক) মনেরা
(খ) প্রোটিস্টা
🔬 ফানজাই
(ঘ) প্ল্যান্টি

৯১. আদিকোষে পাওয়া যায় কোনটি? (অনুধাবন)
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) প্লাস্টিড
(গ) রেটিকুলাম
🔬 রাইবোজোম

৯২. Whittaker এর শ্রেণিবিন্যাসের বিস্তারিত রূপ কে দিয়েছেন? (জ্ঞান)
(ক) লিনিয়াস
(খ) হুকার
🔬 মারগুলিস
(ঘ) হাচিনসন

৯৩. হুইটটেকার কত সালে জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? (জ্ঞান)
(ক) ১৯৫৪
(খ) ১৯৬০
🔬 ১৯৬৯
(ঘ) ১৯৭৫

৯৪. মারগুলিস কত সালে হুইটটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন? (জ্ঞান)
(ক) ১৯৬১
(খ) ১৯৬৯
🔬 ১৯৭৪
(ঘ) ১৯৭৫

৯৫. বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে শ্রেণিবিন্যাস করা হতো? (জ্ঞান)
🔬 দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি

৯৬. কে প্রথম জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? (জ্ঞান)
(ক) মারগুলিস
🔬 হুইটটেকার
(গ) লিনিয়াস
(ঘ) কেভলিয়রে

৯৭. হুইটটেকারের প্রস্তাবিত পাঁচ রাজ্যকে কে দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন? (জ্ঞান)
(ক) কেভলিয়ার
(খ) স্মিথ
🔬 মারগুলিস
(ঘ) লিনিয়াস

৯৮. একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে কী গঠন করে? (জ্ঞান)
(ক) ডিএনএ
(খ) আরএনএ
(গ) টিস্যু
🔬 ফিলামেন্ট

৯৯. প্রোক্যারিওটা’র আওতাভুক্ত রাজ্য কোনটি? (অনুধাবন)
(ক) প্রোটিস্টা
(খ) প্লানটি
(গ) অ্যানিমেলিয়া
🔬 মনেরা

১০০. কোষে ক্রোমাটিন বস্তু আছে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত কোনটির? (অনুধাবন)
🔬 ব্যাকটেরিয়া
(খ) অ্যামিবা
(গ) প্যারামেসিয়াম
(ঘ) ইস্ট

১০১. কোনটির কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক জালিকা অনুপস্থিত কিন্তু রাইবোসোম উপস্থিতি? (অনুধাবন)
(ক) প্যারামেসিয়াম
🔬 Nostoc
(গ) Penicillium
(ঘ) মাশরুম

Post a Comment

Write you valuable comments...
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Grab4LearnIf you have any query, send us... (WhatsApp)
Hello, How can we help you?
Start chat...