এসএসসি জীববিজ্ঞান ৩য় অধ্যায় - কোষ বিভাজন নোট
নবম-দশম শ্রেণী
বিষয়ঃ জীববিজ্ঞান
অধ্যায়ঃ ৩য় (কোষ বিভাজন)
নবম-দশম শ্রেনীর ৩য় অধ্যায় তথা 'কোষ বিভাজন' অধ্যায়ের চমৎকার একটি হ্যান্ডনোট সংগ্রহ করে প্রকাশ করা হলো।
অধ্যায়ে জীববিজ্ঞানের উপর সামগ্রিক আলোচনা সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। যেমন-
- কোষ বিভাজন কি ও কত প্রকার
- মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া সমূহ
- মিয়োসিস কোষ বিভাজনের প্রক্রিয়া সমূহ
- মাইটোসিস ও মিয়োসিসের গুরুত্ব
এগুলো সহ আরো অনেক কিছুই আছে। মেইন বইয়ের পাশাপাশি এইরকম একটি হ্যান্ডনোট থাকলে সেটি সহায়িকা হিসেবেও কাজ করবে।
