আসসালামু-আলাইকুম। 'ফোবিয়া' বা 'ভীতি'- কমবেশি সবাই-ই শুনেছেন। এই পোষ্টে বিভিন্ন রকমের ফোবিয়ার লিস্ট করা হয়েছে। পরবর্তীতে ফোবিয়া নিয়ে বিস্তারিত লিখা হবে। জেনে নিন আপনার কোন ফোবিয়াগুলো রয়েছে। 
ফোবিয়া কি?
চারপাশের বস্তুসমূহের প্রতি যে ভয় পাওয়ার একটা প্রবণতা তাই মূলত ফোবিয়া বা ভীতি। আরেকটু সুন্দর করে বলতে গেলে, 
ফোবিয়া হলো কোনও বস্তু, বিষয় বা কোনও ঘটনায় স্বাভাবিকের চাইতে বেশি মাত্রায় আতঙ্কিত হওয়া, অস্বস্তিবোধ করা কিংবা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়া অথবা সেই ব্যাপারটাকে কোন কারন ছাড়াই এড়িয়ে চলার প্রবণতা।
ফোবিয়ার জন্য কোন প্রকৃত বিপদের উপস্থিতির প্রয়োজন নেই। 
নিচে বিভিন্ন রকমের ফোবিয়ার লিস্ট করা হলো। এগুলো ইংরেজী বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে।
বিভিন্ন রকমের ফোবিয়া
A
- অন্ধকার ভীতি- Achluophobia
- উচ্চতা ভীতি- Acrophobia
- উড়ার ভীতি- Aerophobia
- ব্যথা পাওয়ার ভীতি- Algophobia
- মুরগীর বাচ্চার ভীতি- Alektorophobia
- জনসমাগম স্থানের ভীতি- Agoraphobia
- সুঁই/সূঁচালো বস্তুর ভীতি- Aichmophobia
- বিড়াল ভীতি- Ailurophobia
- গাড়িতে চড়ার ভীতি- Amaxophobia
- পুরুষ মানুষের প্রতি ভীতি- Androphobia
- দম বন্ধ হওয়ার ভীতি- Anginophobia
- ফুলের ভীতি- Anthophobia
- মানুষ/সমাজের প্রতি ভীতি- Anthropophobia
- স্পর্শ (অন্যের দ্বারা) হওয়ার ভীতি- Aphenphosmphobia
- মাকড়শা ভীতি- Arachnophobia
- সংখ্যা ভীতি- Arithmophobia
- বজ্রপাত/বিদ্যুৎ চমকানোর ভীতি- Astraphobia
- অসুখের প্রতি ভীতি- Ataxophobia
- অপূর্ণতার প্রতি ভীতি- Atelophobia
- ব্যর্থতার প্রতি ভীতি- Atychiphobia
- একাকীত্ব হওয়ার ভীতি- Autophobia
B
- ব্যাকটেরিয়া ভীতি- Bacteriophobia
- অভিকর্ষ ভীতি- Barophobia
- সিঁড়ি/ পিচ্ছিল ঢালু জায়গার প্রতি ভীতি- Bathmophobia
- উভচরের প্রতি ভীতি- Batrachophobia
- পিন/সূঁচের প্রতি ভীতি- Belonephobia
- বইয়ের প্রতি ভীতি- Bibliophobia
- গাছপালার প্রতি ভীতি- Botanophobia
C
- কদর্যতা/কুদর্শনের প্রতি ভীতি- Cacophobia
- উপহাস হওয়ার ভীতি- Catagelophobia
- আয়না ভীতি- Catoptrophobia
- তুষার ভীতি- Chionophobia
- রঙের প্রতি ভীতি- Chromophobia
- ঘড়ির প্রতি ভীতি- Chronomentrophobia
- খাবারের প্রতি ভীতি- Cibophobia
- আবদ্ধ জায়গার প্রতি ভীতি- Claustrophobia
- ভাঁড়ের (Clown) প্রতি ভীতি- Coulrophobia
- কম্পিউটার ভীতি- Cyberphobia
- কুকুর ভীতি- Cynophobia
D
- গাছের প্রতি ভীতি- Dendrophobia
- দাঁতের ডাক্তারের প্রতি ভীতি- Dentophobia
- বাড়ির প্রতি ভীতি- Domatophobia
- দুর্ঘটনা ভীতি- Dystychiphobia
E
- পোকামাকড় ভীতি- Entomophobia
- কিশোর-কিশোরীদের (Teenagers) প্রতি ভীতি- Ephebiphobia
- ঘোড়ার প্রতি ভীতি- Equinophobia
G
- বিবাহ/প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ভীতি- Gamophobia
- হাঁটুর (Knees) প্রতি ভীতি- Genuphobia
- জনসম্মুখে কথা বলার ভীতি- Glossophobia
- মহিলাদের প্রতি ভীতি- Gynophobia
H
- সূর্যের প্রতি ভীতি- Heliophobia
- রক্তের প্রতি ভীতি- Hemophobia
- সরীসৃপের(কুমির,সাপ...) প্রতি ভীতি- Herpetophobia
- পানির প্রতি ভীতি- Hydrophobia
- রোগাক্রান্ত হওয়ার ভীতি- Hypochondria
I-K
- ডাক্তারের প্রতি ভীতি- Iatrophobia
- পোকামাকড়ের ভীতি- Insectophobia
- মানুষে পরিপূর্ণ রুমের ভীতি- Koinoniphobia
L
- সাদা রঙের ভীতি- Leukophobia
- ঘূর্ণিঝড়ের ভীতি- Lilapsophobia
- সন্তান জন্মের(প্রসব) ভীতি- Lockiophobia
M
- রান্না করার ভীতি- Mageirocophobia
- বড় বস্তুর প্রতি ভীতি- Megalophobia
- কালো রঙের ভীতি- Melanophobia
- ছোট বস্তুর প্রতি ভীতি- Microphobia
- ধুলাবালি/জীবাণুর প্রতি ভীতি- Mysophobia
N
- মৃত/মৃত বস্তুর ভীতি- Necrophobia
- রাতের প্রতি ভীতি- Noctiphobia
- হাসপাতালের ভীতি- Nosocomephobia
- অন্ধকার ভীতি- Nyctophobia
O
- ওজন বাড়ার ভীতি- Obesophobia
- '৮' সংখ্যার প্রতি ভীতি- Octophobia
- বৃষ্টির প্রতি ভীতি- Ombrophobia
- সাপের প্রতি ভীতি- Ophidiophobia
- পাখির প্রতি ভীতি- Ornithophobia
P
- কাগজের প্রতি ভীতি- Papyrophobia
- রোগাক্রান্তের ভীতি- Pathophobia
- শিশুর প্রতি ভীতি- Pedophobia
- ভালোবাসার প্রতি ভীতি- Philophobia
- 'ভয়/ভীতি'-এর প্রতি ভীতি- Phobophobia
- পায়ের প্রতি ভীতি- Podophobia
- দাঁড়ির প্রতি ভীতি- Pogonophobia
- বেগুনী রঙের ভীতি- Porphyrophobia
- ফার্ণের (ছোট উদ্ভিদ) ভীতি- Pteridophobia
- উড়ার প্রতি ভীতি- Pteromerhanophobia
- আগুনের ভীতি- Pyrophobia
S
- হ্যালোইন(Halloween) ভীতি- Samhainophobia
- স্কুলের প্রতি ভীতি- Scolionophobia
- চাঁদের প্রতি ভীতি- Selenophobia
- সামাজিক মূল্যায়ন ভীতি- Sociophobia
- ঘুমানোর প্রতি ভীতি- Somniphobia
T
- গতির(Speed) প্রতি ভীতি- Tachophobia
- প্রযুক্তির প্রতি ভীতি- Technophobia
- বজ্রপাতের ভীতি- Tonitrophobia
- সূঁই/ইঞ্জেকশনের ভীতি- Trypanophobia
V-Z
- সুন্দরী মহিলার প্রতি ভীতি- Venustraphobia
- জীবাণুর প্রতি ভীতি- Verminophobia
- জাদুকর/জাদুবিদ্যার ভীতি- Wiccaphobia
- অচেনা/বিদেশী ব্যক্তির প্রতি ভীতি- Xenophobia
- জীবজন্তুর প্রতি ভীতি- Zoophobia
আপনার কোন কোন ফোবিয়াগুলো আছে তা জানাতে পারেন কমেন্টবক্সে। পোষ্টটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথেও।
ধন্যবাদ।
