Grab4Learn v2.1 is now available on Android
Min: android 4.4+ | Max: android 11
Download

পাছে লোকে কিছু বলে | সমালোচনার ইতিবাচক দিক

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link
Congrats! Link has Generated
অন্যের সমালোচনা নিজের কাজে লাগানোর উপায়

অন্যের সমালোচনা যেভাবে নিজের কাজে লাগাবেন

কখনো যদি ভালো কিছু করার উদ্যোগ নেন কিংবা কিছু করতে যান, আপনার আশেপাশের কিছু মানুষ আপনাকে নানান কিছু বলবে এবং সাথে বাধা দিবেই। জীবনে যারা যারা সফল হয়েছে, তারা সবাই প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেই বড় হয়েছে। হাতির পালঙ্কে শুয়ে-বসে থেকে জীবনে কিছুই করতে পারবেন না। জীবনে সাফল্য লাভ করতে হলে আপনাকে কষ্ট করতেই হবে। আর আপনার আশপাশের মানুষজন আপনাকে নিয়ে নানান কথা বলবে, কিন্তু আপনি শুধু তাদের কথা এক কান দিয়ে শুনুন আর আরেক কান দিয়ে বের করে দিন। তাদের মুখ আছে তারা বলবে, আর আপনার আছে কান। 

সাফল্যের পথে প্রতিনিয়ত আসা কাঁটাময় প্রতিকূল মুহূর্তগুলো কিভাবে মোকাবেলা করবেন? চলুন, জেনে নেয়া যাক।

➤নিজের উপর নিয়ন্ত্রণ 

নিজের উপর নিজেই নিয়ন্ত্রণ আনুন, যেভাবেই হোক না কেন।

যখন বড় কোন কিছু করতে যাবেন তখন আপনার সামনে অনেক বাধা আসবে, এইসব বাধা গুলোর ভীড়ে নিজেকে টিকিয়ে রাখা অনেক কঠিন একটা কাজ। মাঝপথে গিয়ে বসে যেতে ইচ্ছে করবে।

 মনে করুন, আপনি একটি ছোট্ট ব্যবসা খুলতে চাইছেন।  কিন্তু তখন আপনার আশেপাশের মানুষজন আপনাকে নানারকম কথা বলবে যেমনঃ এই ব্যবসা করে জীবনে আর কিছু না হোক, অনেক টাকা খরচ হবে, এই ধরনের ব্যবসায়ে শুধু লস আর লস। আর বাবা মা তো বলবেই যে তোমার দ্বারা এসব কিছুই হবে না... আরো কত কি! 

ঠিক এই মুহূর্তগুলোতে নিজের উপর নিয়ন্ত্রণ আনাটা  ভীষণ জরুরি। অনেকে তখন ওই মূহুর্তেই হাল ছেড়ে দেয়, একটা কাজ শুরু করার আগেই যদি সেই কাজ নিয়ে বিরূপ মন্তব্য শুনতে হয় তবে সেই কাজে অনিচ্ছাকৃতভাবেই অনীহা চলে আসে। কিন্তু না! এভাবে হাল ছেড়ে দিলে হবে না। আপনার কাজ তখন একটাই, এড়িয়ে যাবেন ওই সব কথাবার্তা। আপনি তো নিজে আপনার ভালো বোঝেন আর নিজের উপর বিশ্বাস করেন। একমাত্র আপনিই ভালো জানেন আপনি আসলে কি এবং আপনার দ্বারা কি সম্ভব আর সম্ভব না। তাই আপনার কাছে যেটা ভালো মনে হবে, সেটাই করবেন। আপনি অন্য কারো দয়ায় বেঁচে থাকেন না যে তার কথায় উঠবেন আর বসবেন। আপনি নিজের একক স্বত্বা। আপনিই আপনার মনের কথা শুনুন আর সাহস নিয়ে এগিয়ে যান।

আরো পডুনঃ ছাত্র জীবনে আয়ের সহজ পদ্ধতি

➤জেদ তৈরি করুন

নিজের ভিতরের জেদকে জাগ্রত করুন। আপনার নিজের ভেতর এক 'আমি' বাস করে, যে 'আমি' কখনো কারো কাছে মাথা নত করে না। অসীম মনোবলের অধিকারী সেই স্বত্বাকে জাগ্রত করুন। প্রতিজ্ঞা করুন, পাছে লোকের কিছু কথাকে গুরুত্ব না দিয়ে যে কাজে হাত দিয়েছেন সেই কাজ সমাপ্ত করতেই হবে। সমাজের মানুষের মুখে ঝামা ঘষতে আপনার আত্নসম্মান আর আত্নসাফল্যটাই জরুরি। মনে রাখবেন পাশের বাড়ির আন্টিরা কখনোই চাইবে না যে আপনি তার ছেলের থেকে বেশি নাম্বার পান, আপনি তার ছেলের থেকে সব দিক দিয়ে এগিয়ে যান, তাই জেদ আর আত্নসম্মান প্রাধান্য দিয়ে কাজ করুন। বেশি বেশি পরিশ্রম করুন আর দেখিয়ে দিন সাফল্যটা আপনি একাই এনেছেন।

➤নেতিবাচকতাকে ইতিবাচকে রূপ দিন

চারপাশের মানুষের নেতিবাচক কথার মাঝে ইতিবাচক দিকটা খুঁজবেন।

নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু পাশের বাসার আন্টি আপনার মাকে বললো, "ভাবি আপনার ছেলে তো সারাদিন পড়াশুনা করে, আমার ছেলে তো পড়েই না"। আর ঠিক তখনই আপনি আপনার পড়াশুনার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিন। কিংবা হয়তো আপনি একটি নতুন কাজ করতে যাবেন, পাশের বাড়ির আত্নীয় এসে আপনাকে দু-চারটা নেগেটিভ কথা বলবেই, তাদের এই কথা গুলো পজিটিভলি নিতে চেষ্টা করুন। সমালোচকদের ভালোভাবে নিতে চেষ্টা করুন। তারা আছে বলেই আপনি নিজের ভূলগুলো খুঁজে শুধরে নেয়ার সুযোগ পাচ্ছেন। ভাবুন যে তারা আপনাকে আপনার কাজে উৎসাহ দিচ্ছে, আর তা না হলে তারা এত কথা বলাবলি করছে কেন আপনার কাজ নিয়ে? এর মানে এই যে, আপনি আপনার জায়গায় ঠিকই আছেন। মনে রাখবেন, মানুষ তাকে নিয়েই আলোচনা করে যে উপরে উঠতে চায়

আরো পডুনঃ ইতিবাচক থাকুুন ৯ টি উপায়ে

➤প্রতিকূলতার জোয়ারে ভেসে যাবেন না

সকল প্রতিকূলতা কাটিয়ে উঠুন, বিশ্বাস করুন আপনি পারবেন এবং অবশ্যই পারবেন। প্রতিকূল পরিবেশেই সাফল্য লাভ করাটা সুমধুর। পৃথিবীর বড় বড় মানুষেরা প্রতিকূলতা কাটিয়েই সাফল্য লাভ করেছেন। কষ্ট হোক, আপনি নিয়মিত আপনার কাজ করেই যান। তখন সাফল্য আসলে দ্বিগুন আনন্দ পাবেন। কখনো সফলতার মুখ দেখলে ফেলে আসা দিনগুলোর কথা ভীষন মনে পড়বে। আর তখন আত্মতৃপ্তি অনুভব করবেন এটা ভেবে যে, "হ্যাঁ, আমি পেরেছি। আমি করে দেখিয়েছি..."। 

পরিশেষে...

ভালো কিছু করতে গেলেই দেখবেন শত বাধা, মনে হবে সবাই যেন আপনাকে পেছন থেকে টানছে। আপনাকে কেউ সামনে এগুতে দিচ্ছে না। ভালো কাজের পিছনে শুধুমাত্র আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন, কিংবা হয়তো কথনো কখনো তাও পাবেন না। আর আর আপনার বিশেষ 'শুভাকাঙ্ক্ষী'রা তো আপনার ধারেকাছেও ঘেঁষবে না। আপনি যখন জয় লাভ করবেন তখন আপনার দু-চারটি প্রশংসা শুনবেন তাদের মুখে। আর যদি আপনি ব্যর্থ হন, সেটা না হয় একবার ব্যর্থ হয়ে নিজেই উপলব্ধি করে নেবেন।

নেতিবাচক মন মানসিকতার মানুষদের মুখ কখনোই বন্ধ হওয়ার নয়। তারা যেমন প্রতিনিয়ত নেতিবাচক কথা বলে, আমাদেরও তেমনি উচিত প্রতিনিয়ত আমাদের মনের পছন্দ করা কাজটির প্রতি লেগে থাকা শুধুমাত্র সফল হয়ে তাদের মুখ বন্ধ করার জন্য।

আর হ্যাঁ, সফলতাই হলো সবথেকে বড় প্রতিশোধ। তাই মুখ বন্ধ করে লেগে থাকুন আপনার কর্মের সফলতার জন্য। 

"Don't wait for a perfect moment, take a moment and try to make it perfect." 

কমেন্টে জানিয়ে দিতে পারেন ঠিক কোন জিনিসগুলো আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়য়েছে...

অনেক বেশি শুভকামনা রইলো...

আরো পড়ুনঃ 

2 comments

  1. অনেক উপকৃত হলাম
    1. ধন্যবাদ ম্যাম,
      আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন।
Write you valuable comments...
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Grab4LearnIf you have any query, send us... (WhatsApp)
Hello, How can we help you?
Start chat...