আসসালামু-আলাইকুম, Grab4Learn কর্তৃক আয়োজিত স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কুইজ প্রতিযোগীতা-২০২২ প্রকাশ করা হলো।
স্বাধীনতার ৫০ বছর | স্বাধীনতা দিবস কুইজ
স্বাধীনতার ৫০ টি বছর পেরিয়ে এসে দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। আধুনিক শিক্ষায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে প্রিয় বাংলাদেশ। জন্মভূমি সম্পর্কে জানা প্রতিটি নাগরিকের কর্তব্য। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মহান চেতনাকে ধারন করা আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য। স্বাধীন এই দেশটি সম্পর্কে জানাও আমাদের অন্যতম দায়িত্ব। তাই তো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা অর্জনের প্রতিটি পদক্ষেপ।
জন্মভূমি সম্পর্কে জানার বিভিন্ন উপায় আছে। পাঠ্যবই, সভা-আলোচনা, কুইজ কিংবা আরো কিছু হতে পারে। কুইজ হতে পারে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি মাধ্যম। কেননা প্রতিটি কুইজেরই থাকে কিছু না কিছু পুরষ্কার। আমরা তো পুরষ্কার পেতে ভালোবাসি। এই সামান্য পুরষ্কারের বিনিময়ে না হয় আমরা প্রিয় দেশ সম্পর্কে আরেকটি জেনে নিলাম। ক্ষতি কি?
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কুইজ-২০২২
প্রতিযোগিতার নিয়মাবলী-
- একজন প্রতিযোগী সর্বোচ্চ একবার অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয়বার অংশগ্রহণ করতে পারবে না।
- কুইজের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত।
- কুইজের সময় ২৫ মিনিট
- ৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান - ১
- ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না
- নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ উত্তরদাতা ৩ জনকে পুরষ্কৃত করা হবে।
- একই নম্বর প্রাপ্ত একাধিক প্রতিযোগীর মধ্য থেকে যিনি কম সময়ে উত্তর দিয়েছেন তাকে নির্বাচিত করা হবে।
- বি.দ্রঃ কুইজে অংশ নিতে নাম, শিক্ষা প্রতিষ্ঠান ও ফোন নম্বর বা ইমেইল অবশ্যই প্রদান করবেন।
- উত্তর প্রদানের পরপরই তৎক্ষণাৎ ফলাফল দেখতে পাবেন।
- বি.দ্রঃ কুইজ লিংকে ক্লিক করার পর ২-৩ সেকেন্ড সময় লাগতে পারে কুইজ লোড হতে। অপেক্ষা করানোর জন্য দুঃখিত।
