আসসালামু-আলাইকুম, Grab4Learn এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এই পোষ্টে থাকছে বাংলাদেশ সম্পর্কিত তথ্যবলী।
বাংলাদেশ- আমাদের প্রিয় জন্মভূমি। এই জন্মভূমিকে ভালোবাসা যেমন আমাদের কর্তব্য তেমনি এই দেশের ভূ-প্রকৃতি, ইতিহাস, সংষ্কৃতি ইত্যাদি  জানাও আমাদের দায়িত্ব। তাছাড়া বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকুরীর নিয়োগ পরীক্ষা কিংবা কুইজেও বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন করা হয়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, এই দেশ নিয়ে জানা কতটা গুরুত্বপূর্ণ! তাই জেনে নিন গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। 
বাংলাদেশ সম্পর্কিত তথ্যবলী
এখানে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, সরকার পদ্ধতি, বিশ্বে অবস্থান, বানিজ্য ও অন্যান্য উল্লেখযোগ্য তথ্যবলী তুলে ধরা হয়েছে। 
নামকরণ
- রাষ্ট্রীয় নামঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
- ইংরেজি নামঃ The People's Republic of Bangladesh
- 'বাংলাদেশ' নামকরণ করা হয়ঃ ৫ই ডিসেম্বর, ১৯৬৯
প্রশাসনিক তথ্যবলী
- আয়তনঃ ১,৪৭,৬১০ বর্গ কি.মি.
- রাজধানীঃ ঢাকা
- বানিজ্যিক রাজধানীঃ চট্টগ্রাম
- রাষ্ট্রভাষাঃ বাংলা (৯৮%)
- সরকার পদ্ধতিঃ সংসদীয় পদ্ধতির সরকার
- আইন সভাঃ জাতীয় সংসদ
- জাতীয় সংসদের মোট আসনঃ ৩৫০ টি
- নির্বাচিত ৩০০ টি
- সংরক্ষিত মহিলা আসন ৫০ টি
- জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছেঃ ১১ বার
- সংবিধানের মোট অনুচ্ছেদঃ ১৫৩ টি
- সংবিধান সংশোধিত হয়েছেঃ ১৭ বার
- উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোটঃ ৫ বার
- প্রশাসনিক বিভাগঃ ৮ টি
- ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা,
- রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ (সর্বশেষ)
- মোট মন্ত্রণালয়ঃ ৪১ টি
- জেলাঃ ৬৪ টি
- উপকূলীয় জেলাঃ ১৯ টি
- সিটি কর্পোরেশনঃ ১২ টি
- পৌরসভাঃ ৩২৮ টি
- উপজেলাঃ ৪৯২ টি
- থানাঃ ৬৫০ টি
- ইউনিয়নঃ ৪৫৬২ টি
- গ্রামঃ ৮৭১৯১ টি
- মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যাঃ ১১ টি
- নিবন্ধিত রাজনৈতিক দলঃ ৪১ টি
- মোট উপজাতিঃ ৪৮ টি
- আদমশুমারি হয়েছেঃ ৫ বার
- সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ঃ
- মুসলিম (৯০.৩৯%)
- হিন্দু (৮.৫৪%)
- বৌদ্ধ (০.৬২%)
- খ্রিষ্টান (০.৩১%)
- অন্যান্য (০.১৪%)
আরো দেখুনঃ 
বাণিজ্য খাত
- সরকারি নোটঃ ৩ টি
- ১টাকা, ২টাকা ও ৫ টাকা
- ব্যাংক নোটঃ ৬ টি
- ১০ থেকে ১০০০ টাকা
- বাংলাদেশ ব্যাংকের শাখাঃ ১০ টি
- শেয়ার বাজারঃ ২ টি
- DSE: Dhaka Stock Cxchange
- CSE: Chattogram Stock Exchange
- EPZ (Export Processing Zone): ১০ টি
- সরকারি ৮ টি
- বেসরকারি ২ টি
দিবস সমূহ
- শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ ২১শে ফেব্রুয়ারি
- স্বাধীনতা ও জাতীয় দিবসঃ ২৬শে মার্চ
- শহীদ বুদ্ধিজীবি দিবসঃ ১৪ই ডিসেম্বর
- বিজয় দিবসঃ ১৬ই ডিসেম্বর
- জাতীয় শোক দিবসঃ ১৫ই আগষ্ট
- মুক্তিযোদ্ধা দিবসঃ ১লা ডিসেম্বর
- পহেলা বৈশাখঃ ১৪ই এপ্রিল
- জাতীয় শিশু দিবসঃ ১৭ই মার্চ
উল্লেখযোগ্য ঘটনাবলী ও বিশ্বে অবস্থান
- বিজয় লাভঃ ১৯৭১ সালের ১৬ই ডিসেস্বর
- উপনিবেশ ছিলঃ
- যুক্তরাজ্যের কাছে (১৭৫৭-১৯৪৭)
- পাকিস্তানের কাছে (১৯৪৭-১৯৭১)
- স্বাধীনতা লাভঃ পাকিস্তানের কাছ থেকে।
- জাতিসংঘের সদস্য পদ লাভঃ ১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ (২৯তম অধিবেশনে)
- ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যঃ ৩ টি
- ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন
- গনভোট অনুষ্ঠিত হয়ঃ ৩ বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
- জরুরী অবস্থা ঘোষিত হয়েছেঃ ৫ বার
- এভারেস্ট জয়ী দেশঃ ৬৭ তম
- জাতিসংঘের সদস্য রাষ্ট্রঃ ১৩৬তম
- OIC এর সদস্য রাষ্ট্রঃ ৩২তম
- জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণেঃ ২য়
- আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থানঃ ৯৪ তম
- জনসংখ্যায় বিশ্বে অবস্থানঃ ৮ম
- জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থানঃ ৫ম
- দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থানঃ ৩য়
- জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থানঃ ৪র্থ
শিক্ষাক্ষেত্র
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৬৫,৩৯৯ টি
- পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ ৪১ টি
- আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ঃ ২ টি
- এশিয়ান উইমেনস্ ইউনিভার্সিটি, চট্টগ্রাম
- ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, গাজীপুর
- সরকারি মেডিকেল কলেজঃ ৩১ টি
- মেডিকেল বিশ্ববিদ্যালয়ঃ ১ টি
- বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়
- ক্যাডেট কলেজঃ ১২ টি
- ছেলেদের জন্য ৯ টি
- মেয়েদের জন্য ৩ টি
সেবাখাত
- আবহাওয়া কেন্দ্রঃ ৪ টি
- আবহাওয়া স্টেশনঃ ৩৫ টি
- ভূ-উপগ্রহ কেন্দ্রঃ ৪ টি
- আন্তর্জাতিক বিমানবন্দরঃ ৩ টি
- মোবাইল ফোন অপারেটরঃ ৬ টি
- সিটিসেল, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল
- সরকারি টেলিভিশনঃ ২ টি
- অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলঃ ৪৫ টি
সীমান্তবর্তী অঞ্চল
- সীমান্তবর্তী দেশঃ ২ টি
- ভারত, মায়ানমার
- সীমান্তবর্তী জেলাঃ ৩২ টি
- ভারতের সাথে ২৯ টি
- মিয়ানমারের সাথে ৩ টি
- রাঙামাটি উভয় দেশের সীমান্তে রয়েছে।
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যঃ ৫ টি
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলাঃ ৮ টি
অন্যান্য তথ্যবলী
- মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাঃ ৬৭৭ জন
- স্থানীয় সময়ঃ গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
- ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রঃ ৪ টি
- নদী বন্দরের জন্য সতর্ক সংকেতঃ ৪ টি
- সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেতঃ ১১ টি
- গ্যাস ক্ষেত্রঃ ২৭ টি
- সমুদ্রবন্দরঃ ৩ টি
- চট্টগ্রাম, মংলা,পায়রা
- স্থল বন্দরঃ ২৩ টি
- চা বাগানঃ ১৬৬ টি
- অভিন্ন নদীর সংখ্যাঃ ৫৭ টি
- আন্তর্জাতিক মানের নদীঃ ১ টি
- পদ্মা
ধন্যবাদ।
