Grab4Learn v2.1 is now available on Android
Min: android 4.4+ | Max: android 11
Download

পদ্মা সেতু বাস্তবায়ন সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০২২

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link
Congrats! Link has Generated

পদ্মা সেতু সাধারণ জ্ঞান ২০২২

স্বপ্নের পদ্মা সেতু! 

অবশেষে উন্মোচন হলো বাংলাদের দক্ষিন দুয়ার। পদ্মার তীব্র খরস্রোতা বুকে চিরে জন্ম নেয়া এই সেতু বাংলাদেশের অহংকার। বিগত কয়েক বছরের আলোচনার শীর্ষে থাকা এই পদ্মা সেতু নিয়ে আজ থাকছে খুঁটিনাটি সকল বিষয়াবলীর সাধারণ জ্ঞান।

পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত...

  • পদ্মা সেতুর অফিশিয়াল নাম- "পদ্মা বহুমুখী সেতু" (The Padma Multipurpose Bridge)
  • পদ্মা সেতুর প্রকল্পের নাম- "পদ্মা বহুমুখী সেতু প্রকল্প" (The Padma Multipurpose Bridge Project)
  • বিশ্ব ব্যাংকের সাথে ঋণচুক্তি হয়- ২৮ এপ্রিল ২০১১ সালে 
    • ঋণ ১২০ কোটি মার্কিন ডলার
  • বিশ্বব্যাংক চুক্তি বাতিল করে- ৩০ জুন ২০১২ সালে
  • পদ্মা সেতুর কাজ শুরু হয়- ২০১৪ সালের ৭ ডিসেম্বর
  • পুনরায় পদ্মা সেতুর চুক্তি স্বাক্ষরিত হয়- ১৭ জুন ২০১৪
  • পদ্মা সেতু প্রকল্পের পরিচালক- মোঃ শফিকুল ইসলাম
  • পদ্মা সেতু সংযোগকারী স্থান- মাওয়া (মুন্সীগঞ্জ) এবং জাজিরা (শরীয়তপুর)
  • পদ্মা সেতুর অবস্থান- ৩ টি জেলায় 
    • মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর
  • পদ্মা সেতু সংযোগ স্থাপন করবে- মোট ২৯ টি জেলার সাথে 
    • দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের ২১ জেলার সাথে
  • পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম- চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন "চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড"
  • পদ্মা সেতুতে থাকবে- গ্যাস, বিদ্যুৎঅপটিক্যাল ফাইবার সংযোগ এবং সড়ক-রেলপথ পরিবহন
  • পদ্মা সেতুর সংযোগ সড়ক- ১৪ কিলোমিটার
  • পদ্মাসেতু প্রকল্পে নদীশাসন হয়েছে- দুই পাড়ে ১২ কিলোমিটার
  • পদ্মা সেতুর নদী শাসনের কাজ পায়- চীনের সিনোহাইড্রো কর্পোরেশন
  • পদ্মা সেতুর নকশা করেন- AECOM 
    • Architecture, Engineering, Consulting, Operation and Maintenance
  • পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়- কাউই (COWI)
  • পদ্মা সেতুর তদারকির দায়িত্বে রয়েছে- কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী 
  • পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট কংক্রিট এবং স্টিলের তৈরি (বিশ্বে প্রথম)
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট)
  • পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য- ৯.৩০ কিলোমিটার 
    • ৩.১৫ কিলোমিটার সংযোগ সড়ক
  • পদ্মা সেতুর প্রস্থ- ১৮.১০ মিটার 
    • ৫৯.৪ ফুট, মোট ৭২ ফুটের চার লেনের সড়ক
  • পিলার- ৪২ টি 
    • প্রতিটি পিলারের জন্য পাইলিং ৬ টি
    • মাটি জটিলতার কারণে ২২ টি পিলারের পাইলিং হয়েছে ৭টি করে
    • মোট পাইলিং- ২৮৬ টি
    • পাইলিং এর গভীরতা- ৩৮৩ ফুট
  • স্প্যান- ৪১ টি
    • প্রতিটি ১৫০ মিটার
  • প্রতিটি স্প্যানের ওজন- ৩২০০ টন
  • স্প্যান বহনকারী জাহাজ- তিয়ান-ই
    • স্প্যানের ধারণক্ষমতা- ৩৬০০ টন
  • প্রথম স্প্যান বসানো হয়- ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর
    • ৩৭৩৮ নম্বর পিলারের উপর
  • ৪১ তম অর্থাৎ শেষ স্প্যান বসানো হয়- ২০২০ সালের ১০ ডিসেম্বর 
    • বিশ্ব মানবাধিকার দিবস
    • ১২ ও ১৩ নম্বর পিলারের উপর দুপুর ১২:০২ মিনিটে
  • ৪১ টি স্প্যান বসাতে সময় লাগে- ৩ বছর ২ মাস ১০ দশ দিন
  • পদ্মা সেতুতে ব্যবহৃত রেল লাইন- মিটারগেজ ও ব্রডগেজ
  • পদ্মা সেতুর ভায়াডাক্ট- ৩.১৮ কিলোমিটার
  • পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার- ৮১ টি
  • পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা- ৯ রিখটার স্কেল 
  • পদ্মা সেতুর স্থানাঙ্ক- ২৩.৪৪৬০ ডিগ্রী (উত্তর), ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব) 
  • পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা- ৬০ ফুট (১৮ মিটার)
  • পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাস- পদ্মা সেনানিবাস
  • পদ্মা সেতুর কাছাকাছি থানা- ২টি
    • পদ্মা সেতু উত্তর, পদ্মা সেতু দক্ষিণ
  • দীর্ঘতম সড়ক সেতু- পদ্মা সেতু
    • আগে ছিল যমুনা সেতু ৪.৮ কিলোমিটার; পিলার ৫০ টি, স্প্যান ৪৯ টি
  • নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু- পদ্মা সেতু 
  • পদ্মা সেতু বিশ্বের ১১তম দীর্ঘ সেতু 
  • বৃহতম সড়ক সেতুর তালিকায় ২৫ তম
    • এশিয়ায় ২য়
  • পদ্মা সেতুর আকৃতি - "S" আকৃতির
  • পদ্মা সেতু নির্মাণের কাজ করেছে- প্রায় ৪ হাজার মানুষ
  • পদ্মা সেতুর প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হয়- ৯১৮ হেক্টর 
  • পদ্মা সেতুতে মোট ব্যয়- ৩০ হাজার ১৯৩ কোটি টাকা
  • টোল আদায় করে ব্যয় উঠাতে সময় লাগবে- ৩৫ বছর
  • পদ্মা সেতুর আয়ুষ্কাল- ১০০ বছর
  • জিডিপি বৃদ্ধি পাবে- ১.২৩ শতাংশ
  • পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করবে- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
    • BBA- The Bangladesh Bridge Authority
  • পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই গুজব উঠে- জুলাই, ২০১৯ 
  • পদ্মা সেতু উদ্বোধন- ২৫ জুন ২০২২
    • বাংলা-১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ) আরবি- ২৫ জিলকদ, ১৪৪৪ হিজরী
  • পদ্মা সেতুর ওয়েবসাইট এড্রেস- www.padmabridge.gov.bd

আরো দেখুন:

Post a Comment

Write you valuable comments...
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Grab4LearnIf you have any query, send us... (WhatsApp)
Hello, How can we help you?
Start chat...