এসএসসি - ২০২৩
বিষয়ঃ রসায়ন
অধ্যায়ঃ ৮ম (রসায়ন ও শক্তি)
নবম-দশম শ্রেণী রসায়নের ৮ম অধ্যায় তথা "রসায়ন ও শক্তি" অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলো হলো রাসানিক পরিবর্তনের সাথে শক্তির সম্পর্ক, তাপহারী ও তাপোৎপাদী বিক্রিয়া, তড়িৎরাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ, তড়িৎবিশ্লেষণ, লবণসেতু, বিদ্যুৎ উৎপাদন, জারণ-বিজারণ সহ ইত্যাদি।
এই অধ্যায়ের মূল বিষয়বস্তু নিচে তুলে ধরা হলো-
- রাসায়নিক পরিবর্তনের সাথে শক্তি উৎপাদনের সম্পর্ক
- তাপহারী ও তাপউৎপাদী বিক্রিয়া
- শক্তি উৎপাদনে জ্বালানীর বিশুদ্ধতার গুরুত্ব
- রাসায়নিক বিক্রিয়া-সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরন
- জারণ-বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদ
- রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া
- বিদ্যুৎ ব্যবহার করে বিক্রিয়া সংঘটন
- বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থ এবং এর বাণিজ্যিক ব্যবহার
- গ্যালভানিক কোষের তড়িৎদ্বার গঠন
- তড়িৎবিশ্লেষণ কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য
- তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ
- পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন
- রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে সচেতনতা
- তাপহারী ও তাপ উৎপাদী বিক্রিয়ার পরীক্ষা
- লবণ দ্রবীভূত ও রাসায়নিক পরিবর্তন হওয়ার সময় তাপের পরিবর্তন পরীক্ষা
- গ্যালভানাইজিং ও ইলেকট্রোপ্লেটিং
রসায়ন ও শক্তি অধ্যায়ের চমৎকার একটি নোট পাবলিশ করা হয়েছে। নোটের পিডিএফ নিচে দেওয়া হলো। সাথে এই অধ্যায়ের উপর একটি সাজেশন বইয়ের লিংক দেওয়া হলো যা মেইন বইয়ের সহায়িকা হিসেবে কাজ করবে।
পিডিএফ ডাউনলোড
PDF
SSC Chemistry Ch 8
PDF
Super Tips
আরো দেখো-
